বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা! ভোট কবে? কবে গণনা?

পাটনা: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ নভেম্বরের ৬ তারিখে হবে। এ দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচন…

Bihar Assembly Elections 

পাটনা: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ নভেম্বরের ৬ তারিখে হবে। এ দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার গেজেট বিজ্ঞপ্তি ১০ অক্টোবর প্রকাশিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর। যাচাই প্রক্রিয়ার জন্য ১৮ অক্টোবর পর্যন্ত সময় থাকবে। প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত।

দ্বিতীয় দফার ভোট কবে

দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর, যেখানে ১২২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর, এবং প্রার্থীরা চাইলে ২৩ অক্টোবর পর্যন্ত নাম প্রত্যাহার করতে পারবেন।

ফল ঘোষণা নভেম্বরেই Bihar Assembly Elections

নির্বাচন বিশ্লেষক জ্ঞানেশ জানিয়েছেন, বিহারের এই দুই দফার ভোটগ্রহণের পাশাপাশি ১১ নভেম্বর সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এতে জম্মু ও কাশ্মীর, ওড়িশা, ঝাড়খণ্ড, মিজোরাম, পঞ্জাব, তেলঙ্গানা এবং রাজস্থানের মোট আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। এসব আসনের ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

নির্বাচন কমিশন সতর্ক করেছেন, দুই দফার ভোটের ক্ষেত্রে নিরাপত্তা, ফলাফল গণনা এবং ভোটার সুবিধার সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে। রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের প্রশাসন যথাযথ প্রস্তুতি নিচ্ছে।

 

National: The Bihar Assembly Elections 2025 will be held in two phases: the first on November 6 (121 seats) and the second on November 11 (122 seats). The Election Commission confirmed the announcement, with vote counting scheduled for November 14, alongside by-elections in 8 seats across seven other states.