বেঁফাস মন্তব্যের ‘বিপ্লব’! স্মৃতিতে আজও টাটকা তাঁর যে সকল বিতর্কিত ‘ডায়লগ’

বেঁফাস মন্তব্যের ‘বিপ্লব’! স্মৃতিতে আজও টাটকা তাঁর যে সকল বিতর্কিত ‘ডায়লগ’

আগরতলা: মেয়াদ ফুরনোর ১০ মাস আগেই আজ নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন একদা জিম ট্রেনার থেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা বিপ্লব দেব৷ জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন দিল্লিতে৷ বিপ্লব হয়তো নিজেও কখনও ভাবেননি, একদিন তিনি ত্রিপুরার মসনদে বসবেন৷ ২০১৮ সালে মানিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর তখতে বসেন বিপ্লব দেব৷ কিন্তু ক্ষমতায় এসেই তিনি যেন প্রমাণ করেন ‘মুখ খুললেই বিপ্লব’৷ একের পর এক বিতর্কিত মন্তব্যে ঝড় তোলেন৷ দেখে নিন গত চার বছর দুই মাস পাঁচ দিনে বিপ্লবের বিতর্কিত মন্তব্য- 

আরও পড়ুন- জল্পনার অবসান, ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা

রবীন্দ্রনাথের নোবেল ফেরানো- ২০১৮ সালের ৯ মার্চ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিপ্লব দেব। ঠিক তার দু’মাসের মাথায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নোবেল পুরস্কার ফিরিয়েছিলেন রবীন্দ্রনাথ। বিপ্লবের এই মন্তব্যে ব্যাপক বিতর্ক হয়। পরে হয়তো তাঁর স্মরণে এসেছিল, রবীন্দ্রনাথ নোবেল নয়, নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি ভুল স্বীকার করেননি৷ 

 

হাঁস জলে সাঁতার কাটতে কাটতে অক্সিজেন ছাড়ে- ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রকের একটি অনুষ্ঠানে গিয়ে বিপ্লব বলেছিলেন, হাঁস জলে সাঁতার কাটলে অক্সিজেন ছাড়ে। গ্রামোন্নয়নে তাঁর পরামর্শ ছিল, “হাঁস পুষুন। তাহলে ডিমও পাবেন, তা বিক্রি করে যেমন টাকা আসবে তেমনই পরিবেশে অক্সিজেনের মাত্রাও বাড়বে।”
 

মহাভারতের সময়ে ইন্টারনেট- বিপ্লবের দাবি ছিল, মহাভারতের সময়ে ইন্টারনেট ব্যবস্থার প্রচলন ছিল। এ ব্যাপারে যুক্তিও খাড়া করেছিলেন তিনি৷ বিপ্লব বলেছিলেন, যদি ইন্টারনেট না থাকত তাহলে যুদ্ধক্ষেত্র থেকে অত দূরে বসে সঞ্জয় সব খবর পাচ্ছিলেন কী করে? কী করেই বা ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন? পরবর্তী কৌশলই বা বলছিলেন কী ভাবে? বিপ্লবের ওই মন্তব্য হাসির রোল উঠেছিল। কিন্তু বিপ্লব ছিলেন অত্যন্ত সিরিয়াস। 

ডায়না হেডেন ততটা সুন্দরী নন – যে ডায়নায় ফিদা গোটা বিশ্ব, সেই ডায়না হেডেন নাকি ততটাও সুন্দরী নন৷ বিপ্লব বলেছিলেন, তাঁকে  যতটা সুন্দরী বলা হয় তিনি কিন্তু ততটা সুন্দরী নন। যদিও সুন্দর ব্যাপারটা আপেক্ষিক। কাকে কার কতটা পছন্দ, সেটা বলা সম্ভব নয়৷ কিন্তু একজন মুখ্যমন্ত্রীর হিসাবে এ এসব কথা কি তাঁর মুখে শোভা পায়?
 

সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসতে পারবেন- একবার একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে বিপ্লব দেব বলেছিলেন, সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসতে পারবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা নন। তাঁর এই কথা শুনে হতবাক হয়েছিল গোটা শিক্ষা মহল৷ 

মোদীর এক ভাই মুদি আর এক ভাই অটো চালক- নরেন্দ্র মোদী এক সময় চা বিক্রি করতেন৷ সে কথা কারও অজানা নয়৷ কিন্তু অনেকেই হয়তো জানতেন না তাঁর দু’ভাইয়ের মধ্যে একজন যে অটো চালান আর এক জন যে মুদিখানার দোকান৷ সে কথা জানিয়েছিলেন বিপ্লব দেব। তিনি বলেছিলেন, “মোদীজির বৃদ্ধা মা রআছে। কিন্তু, তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। থাকেন ১০ ফুট বাই ১২ ফুট একটি ঘরে৷ এখনও তাঁর এক ভাই মুদির দোকান চালান। আর এক ভাই অটো চালান। সারা বিশ্বে এমন প্রধানমন্ত্রী কোথাও আছে?” পরে জানা যায় নমোর দুই ভাই এমন কোনও পেশার সঙ্গেই যুক্ত নন৷ 

বিজেপি শ্রীলঙ্কা-নেপাল দখল করবে- গত বছরের গোড়ায় আগরতলা রবীন্দ্রভবনে গেরুয়া শিবিরের সোশ্যাল মিডিয়া সৈনিকদের সভায় বিপ্লব দেব বিস্ফোরক মন্তব্য করেছিলেন৷ তিনি বলেছিলেন, কমিউনিস্টরা যদি বিশ্বের সব দেশে থাকতে পারে, তাহলে বিজেপি নয় কেন? এবার বিজেপি নেপাল এবং শ্রীলঙ্কা দখল করবে। তাঁর ওই বক্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল কাঠমাণ্ডু৷