CRPF ট্রেনে ভয়ঙ্কর বিস্ফোরণ! আহত একাধিক জওয়ান

CRPF ট্রেনে ভয়ঙ্কর বিস্ফোরণ! আহত একাধিক জওয়ান

রায়পুর: ছত্রিশগড়ের রায়পুরে আধা সামরিক বাহিনীর ট্রেনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটল। শেষ পাওয়া খবরে অনুযায়ী গুরুতর আহত হয়েছেন ৬ জন জওয়ান। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক দল।

জানা গিয়েছে, এদিন ভোরে রায়পুর স্টেশনে দাঁড়িয়ে ছিল সিআরপিএফের একটি বিশেষ ট্রেন। আচমকাই সেই ট্রেনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ওই সময়ে ট্রেনে ছিল তিন কোম্পানি জওয়ান ছাড়া ওড়িশা ঝারসুগুড়া থেকে জম্মু যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে ছিল প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। তাই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই এক কামরা থেকে অন্য কামরায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যদিও ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে অনুমান করা হচ্ছে, মালপত্র স্থানান্তর করার সময় কোন একজনের হাত থেকে হয়তো ‘ইগনাইটর সেট’ এবং ‘এসডি কার্তুজ’-এর বাক্স পড়ে যেতে পারে এবং সেই থেকেই বিস্ফোরণ ঘটেছে। আহত জওয়ানদের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে তারা হলেন, রমেশ লাল, চবন বিকাশ লক্ষণ, রবীন্দ্র কর, সুশীল, দীনেশ পেকরা।

ভয়ঙ্কর এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই ওই স্টেশন এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং একইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ইস্যুতে। একইসঙ্গে সেনাবাহিনীর বিস্ফোরক নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠছে। কারণ স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে এই বিস্ফোরণ আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো এবং অনেক মানুষের মৃত্যু হতে পারত। তাই স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =