বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে হাজির নববধূ! সাধুবাদ জানাল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে হাজির নববধূ! সাধুবাদ জানাল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

লখনউ:  বিয়ের তারিখ পাকা৷ এদিকে, বিয়ের দিনেই পড়ল পরীক্ষার তারিখ৷  এ এক প্রবল বিড়ম্বনা৷ কিন্তু, কঠিন পরিস্থিতি দক্ষ হাতেই সামলালেন পাত্রী৷ বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই সোজা এলেন পরীক্ষা কেন্দ্রে৷ গা ভর্তি গয়না, ভারী বেনারসি পরেই সটান ঢুকে পড়লেন পরীক্ষার হলে৷ তার পর দিব্য পরীক্ষা দিয়ে ফিরে গেলেন বিদায় পর্বের বাকি আচার-অনুষ্ঠান সারতে। পরীক্ষার হলে নববধূর আগমনের সেই ভিডিয়ো এখন ভাইরাল নেটদুনিয়ায়।

ঘটনাটি উত্তরপ্রদেশের৷ পাত্রীর নাম কৃষ্ণা রাজপুত। কলা বিভাগের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি৷ গত ১৬ মে ছিল তাঁর সোশিওলজির পরীক্ষা৷ এদিকে ওই দিনই বিয়ে৷ বিয়ের জন্য পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেননি কৃষ্ণা। কারণ তাঁর কাছে, “জীবনে পরীক্ষা ও বিয়ে দুটোই সমান গুরুত্বপূর্ণ।”

সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিয়োতে নববধূকে বলতে শোনা যায়, “আমার বিয়ে যেমন জরুরি তেমনই পরীক্ষাটাও জরুরি। পরীক্ষা দেওয়ার পরই আমার ‘বিদায়’ হবে।” ভিডিয়োত দেখা গিয়েছে, বিয়ের পোশাকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন কৃষ্ণা। তারপরে নির্দিষ্ট আসন খুঁজে বসেন৷ তখন তাঁকে দেখে হতবাক সহপাঠী ও শিক্ষিকারা। তবে ওই তরুণীর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া৷ তাঁর এই পদক্ষেপ মেয়েদের কাছে অনুপ্রেরণা বলেই মনে করছে নেটদুনিয়া৷