গোয়া: গতমাসের শুরুতেই খবরে এসেছিল গোয়ার হোটেলের একটি সুইমিং পুলে ধর্ষণ করা হয়েছে এক রাশিয়ান নাবালিকাকে। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ গোয়ার একটি রিসর্টে। অভিযুক্ত ওই রিসর্টেরই এক কর্মী যেখানে ওই রাশিয়া নাবালিকা তার পরিবারের সঙ্গে কয়েক দিনের জন্য ছুটি কাটাতে এসেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল দেশজুড়ে। ঘটনার প্রায় এক সপ্তাহ বাদে কর্ণাটক থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল সোমবার গোয়ার এক সমুদ্র সৈকতে। জানা যাচ্ছে উত্তর গোয়ার আরাম্বল সুইট ওয়াটার পার্কে সম্প্রতি ওই ব্রিটিশ মহিলাকে ধর্ষণ করেছে বছর বত্রিশের এক যুবক। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে নিকটবর্তী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে ধর্ষিতা ব্রিটিশ মহিলার স্বামী। তার অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত সপ্তাহেই গোয়ায় স্বামীর সঙ্গে ঘুরতে এসেছিলেন ব্রিটিশ ঐ মহিলা। তারা উঠেছিলেন উত্তর গোয়ার একটি রিসোর্টে। সেই রিসোর্টে থাকাকালীনই স্থানীয় এক বছর বত্রিশের যুবক ২ জুন অর্থাৎ গত বৃহস্পতিবার যখন ঐ মহিলা একা সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছিলেন তখনই তার ওপরে চড়াও হয় বলে অভিযোগ।
ইতিমধ্যেই সোমবার গোটা বিষয়টি পুলিশ আধিকারিকদের জানিয়েছেন ব্রিটিশ ঐ মহিলার স্বামী। সোমবার ওই ব্রিটিশ দম্পতি নিকটবর্তী থানায় ধর্ষণের একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে খবর। অভিযোগের ওপর ভিত্তি করেই জোয়েল ভিনসেন্ট ডিসুজা নামের স্থানীয় এক যুবককে সোমবার রাতে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।
