আপনার টিভি দেখার নেশায় মুনাফা লুটছে ব্রডকাস্টার সংস্থা: সমীক্ষা

নয়াদিল্লি: কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ট্রাইয়ের নয়া বিধি কার্যকর হওয়ার ফলে বেশিরভাগ পরিবারের কেবল্ টিভি দেখার খরচ বাড়বে বলে রিপোর্টে প্রকাশ করল রেটিং সংস্থা ক্রিসিল৷ ক্রিসিলের সমীক্ষায় দেখা গিয়েছে, কেবল্ টিভি ক্ষেত্রে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ও গ্রাহকদের শুধু পছন্দের চ্যানেল দেখার জন্যই দাম দেওয়ার ক্ষমতা দিতে ট্রাই যে নয়া বিধি জারি করেছে৷ সেই নিয়ম মেনে

আপনার টিভি দেখার নেশায় মুনাফা লুটছে ব্রডকাস্টার সংস্থা: সমীক্ষা

নয়াদিল্লি: কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ট্রাইয়ের নয়া বিধি কার্যকর হওয়ার ফলে বেশিরভাগ পরিবারের কেবল্ টিভি দেখার খরচ বাড়বে বলে রিপোর্টে প্রকাশ করল রেটিং সংস্থা ক্রিসিল৷

ক্রিসিলের সমীক্ষায় দেখা গিয়েছে, কেবল্ টিভি ক্ষেত্রে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ও গ্রাহকদের শুধু পছন্দের চ্যানেল দেখার জন্যই দাম দেওয়ার ক্ষমতা দিতে ট্রাই যে নয়া বিধি জারি করেছে৷ সেই নিয়ম মেনে ব্রডকাস্টার ও কেবল্ সংস্থাগুলি বিভিন্ন চ্যানেলের যে দাম ও ভাড়া ঘোষণা করেছে৷ তাতে প্রায় সব শ্রেণির দর্শকের মাসিক খরচ বাড়বে৷

রিপোর্ট অনুযায়ী, এ যাবৎ ঘোষিত চ্যানেল দরের ভিত্তিতে একটি পরিবারের কেবল্ টিভি দেখার মাসিক খরচ, যদি ১০টি পে-চ্যানেল দেখেন, বর্তমানে ২৩০ টাকা-২৪০ টাকা থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০০ টাকা হবে৷ তবে, যাঁরা পাঁচটি পে-চ্যানেল দেখেন তাঁদের খরচ কমবে৷ সোনি, জি, স্টার প্রভৃতি ব্রডকাস্টার সংস্থার গ্রাহক সাবস্ক্রিপশন ফি-বাবদ আয় ৪০ শতাংশ বাড়বে বলে সংস্থাটি মনে করে৷ ব্রডকাস্টার সংস্থাগুলি বর্তমানে গ্রাহকপ্রতি মাসে ৬০টাকা-৭০ টাকা পায় যেটা নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে বেড়ে ৯৪ টাকা হবে বলেও জানান হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 5 =