‘ভোল’ বদলালেন ভাই! প্রধানমন্ত্রী দাদার ভূয়সী প্রশংসা

‘ভোল’ বদলালেন ভাই! প্রধানমন্ত্রী দাদার ভূয়সী প্রশংসা

নয়াদিল্লি: তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। তবে ভাই বলে যে দাদার সব কাজ তাঁর ভালো লাগবে এমন কোনও মানে নেই। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছেন তিনি। এমনকি কেন্দ্র বিরোধী আন্দোলনের জন্য গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল তাঁকে! সেই ভাই এখন ‘ভোল’ বদল করে প্রধানমন্ত্রী দাদার ভূয়সী প্রশংসা করলেন। জানালেন, মোদী সরকারকে দশে দশ দিতে চান তিনি।

আরও পড়ুন- সাইকেল নিয়ে বামেদের একহাত ফিরহাদের, শোনালেন বর্তমান উন্নয়নের কথা

প্রহ্লাদ জানিয়েছেন, দাদা নরেন্দ্র মোদী ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী। পড়াশুনাতেও দারুণ ভালো ছিলেন। কারোর সঙ্গে কোনও ঝামেলা বা কথা কাটাকাটি হত না তাঁর। এক দরিদ্র পরিবারের সদস্য ছিলেন তারা, কিন্তু সত্তরের দশকে পরিবার ছেড়ে চলে যান মোদী। আর এখন তিনিই দেশের সকলের অভিভাবক। প্রহ্লাদ দাবি করেছেন, মোদী সরকার বিগত কয়েক বছর ধরেই দারুণ কাজ করছে, সবার ‘বিকাশ’ হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিবারের এক সদস্য হিসেবে দাদার এই সাফল্যে তিনি খুবই খুশি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাইয়ের আরও বক্তব্য, পূর্বতন কংগ্রেস সরকারের আমলে যা হয়নি তাঁর দাদার সরকারের আমলে সেই উন্নয়ন হয়েছে। গোটা দুনিয়া থেকে ভারতের প্রধানমন্ত্রীর জন্য প্রশংসা ভেসে আসে। পরিবারের তো বটেই, গোটা দেশের গর্ব তিনি। তাঁর কথায়, ভারতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে মোদী সরকারই। এতে কোনও সন্দেহ নেই। কিছুদিন আগে আট বছর পূর্ণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই প্রেক্ষিতেই মোদীর ভাইয়ের এই প্রশংসার বহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *