উত্তপ্ত মণিপুরে গুলিবিদ্ধ হয়ে শহিদ ১ জওয়ান, আহত আরও দুই

উত্তপ্ত মণিপুরে গুলিবিদ্ধ হয়ে শহিদ ১ জওয়ান, আহত আরও দুই

ইম্ফল: নতুন করে আবার অশান্ত হওয়ার পর মণিপুরে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সোমবার জানা গিয়েছিল, এক কংগ্রেস বিধায়কের বাড়ি-সহ প্রায় ২০০ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সংঘর্ষের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়ানক। তল্লাশি অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। এছাড়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জওয়ান। সব মিলিয়ে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 

সোমবার ককচিং জেলার সুগনুতে নতুন করে সংঘর্ষ ছড়ানোয় ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ। কয়েকদিন আগেই রাজ্যের যে সব অঞ্চলে কার্ফু জারি ছিল তার মধ্যে বেশিরভাগ অঞ্চল থেকে কয়েক ঘণ্টার জন্য কার্ফু তুলে নেওয়া হয়েছিল। কিন্তু আবার সেই আগের মতো অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর-পূর্বের এই রাজ্যে। এদিকে সেনা সূত্রে খবর, ৫ এবং ৬ জুন রাতে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এই অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। অসম রাইফেলসের ২ জওয়ান এখন হাসপাতালে চিকিৎসাধীন। মণিপুরের সিরোউয়ে এই ঘটনা ঘটেছে।