#Budget2022: শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের IPO

#Budget2022: শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের IPO

 

নয়াদিল্লি: আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি৷ সঙ্গে রয়েছে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব৷ দুয়ারে অস্বস্তি বাড়িয়ে রেখেছে করোনা৷ রয়েছে পাঁচ রাজ্যের ভোট৷ এই আবহে  বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

২০২২-২৩ সালের এই বাজেট মোদি সরকারের কাছে সব থেকে বড়  চ্যালেঞ্জের৷ কারণ, টানা দু’বছর করোনার পরিস্থিতিতে দেশের অর্থনীতি,  জীবন-জীবিকায় প্রভাব৷ শিক্ষা, স্বাস্থ্যও মুখ থুবড়ে পড়েছে৷  এই পরিস্থিতিতে ভারসাম্যের বাজেট প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

সংসদে চতুর্থবার কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সব থেকে বেশি জোর দেন পিপিপি মডেলের উপর৷ এদিন অর্থমন্ত্রী জানান, বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটির বিনিয়োগ করা হবে বলেও জানান নির্মলা সীতারমন৷ জীবন বিমা শেয়ার বাজারে ছাড়ার বিষয়েও প্রস্তাব দেন অর্থমন্ত্রী৷ বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী জানান, শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের আইপিও৷ রেলে পিপিপি মডেলে জোর দেওয়া হবে৷ আত্মনির্ভর ভারত গড়া আমাদের লক্ষ্য৷  আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি৷ আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি৷

ভারত ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে৷ গরিবদের জীবনে বদল আনা হচ্ছে৷ দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে৷ ৬০ লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই কেন্দ্রের লক্ষ্য বলেও জানান অর্থমন্ত্রী৷ জোর দেওয়া হবে পরিকাঠামো উন্নয়নে৷ ২০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাবও দেন অর্থমন্ত্রী৷ বাজেটে আগামী ২৫ বছরের রূপরেখা তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twenty =