২৪ ঘণ্টার মধ্যে দু’বার দুর্ঘটনা, ভূস্বর্গে মৃত অন্তত ১৬

২৪ ঘণ্টার মধ্যে দু’বার দুর্ঘটনা, ভূস্বর্গে মৃত অন্তত ১৬

শ্রীনগর: বুধবার জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১১ জনের। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও এক দুর্ঘটনা। এবার কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃত্যুর সংখ্যা যে বাড়তে পারে তা আশঙ্কা করা হচ্ছে। গতদিন পুঞ্চ উপত্যকায় বাস দুর্ঘটনা হয়। এদিন রাজৌরি জেলায় একই রকম ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- হঠাৎই প্রসববেদনা মহিলার, ট্রেনেই সন্তান প্রসব করালেন ডাক্তারি পড়ুয়া

স্থানীয় সূত্রে খবর, পুঞ্চ থেকে জম্মু দিকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভিমবের গালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতেই কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। উদ্ধার কাজ এখনও চলছে তা আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

বুধবারও প্রায় একই কারণে বাস দুর্ঘটনা ঘটেছিল। দ্রুত গতিতে চলার জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। গতকালের ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। কিন্তু আজকের ঘটনায় এখনও পর্যন্ত কোনও রকম ঘোষণা করা হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =