পুনে: প্রযুক্তি সংস্থার কর্মী ৩৩৮ টাকার নেইল পলিশ অর্ডার দিয়েছিলেন। অনালাইনে সেই দাম মেটাতে গিয়ে ওই তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী হারালেন ৯২,৪৪৬ টাকা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত বছরের ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঘটেছে। তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৭ ডিসেম্বর নিজের স্মার্ট ফোন থেকে অনলাইনে একটি নেইলপালিশ অর্ডার দেন তথ্য প্রযুক্তি সংস্থার ওই কর্মী। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনের মাধ্যমে অন্য একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি ৩৩৮ টাকা পাঠান। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই মহিলা তাঁর পণ্য পাননা। কিন্তু অনলাইন শপিং ওয়েবসাইডের থেকে ডিটেলসে জানানো হয়, তাঁর পণ্য পৌঁছে গেছে। ওই ওয়েবসাইড থেকেই মহিলা কাস্টমাক কেয়ারের নম্বর কালেক্ট করেন। সেখানে ফোন করে তিনি জানান, এখনও পর্যন্ত নেইল পালিশ পাননি। সেই সময়ই তাকে জানানো হয়, প্রযুক্তির ত্রুটির কারণে নেইল পলিশটি পাঠানো যায়নি। তাঁর অর্থ তাঁকে ফেরত দেওয়া হবে। এরপরেই কাস্টমার কেয়ারের তরফে ওই মহিলার ফোন নম্বর চায়। কিন্তু ফোন নম্বর দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দুই দফায় ৯২,৪৪৬ টাকা অন্য একটি অ্যাকাউন্টে চলে যায়। ওই মহিলা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। তবে ব্যাংক তাঁকে সেভাবে সাহায্য করতে পারেননি। বাধ্য হয়েই ওই মহিলা পুলিশের সাহায্য নিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।
৩৩৮ টাকার নেইলপলিশ কিনে ৯২৪৪৬ টাকা খোয়ালেনতথ্য প্রযুক্তি কর্মী
৩৩৮ টাকার নেইলপলিশ কিনে ৯২৪৪৬ টাকা খোয়ালেনতথ্য প্রযুক্তি কর্মী