ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নদীতে ভেসে গেল গাড়ি, মৃত ৯

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নদীতে ভেসে গেল গাড়ি, মৃত ৯

নৈনিতাল: দেশের অন্যতম পছন্দের ভ্রমণের স্থান উত্তরাখণ্ড। কিন্তু সেখানে হামেশাই পথ দুর্ঘটনার খবর আসে। এদিন আবার এল। নৈনিতালের রামনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। যাত্রী সমেত এক গাড়ি সরাসরি নদীতে ভেসে গিয়েই এই বিপত্তি। ওই গাড়িতেই ছিলেন ১০ জন।

আরও পড়ুন- ইডি’র তল্লাশি শুরু, ভারত ছেড়ে পালাল ‘ভিভো’র দুই কর্তা

এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে সে একজন নাবালিকা। কিন্তু তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রবল বর্ষণের জেরে ফুলে ফেঁপে উঠেছে ঢেলা নদী। তাতেই ওই গাড়িটি পড়ে ভেসে যায়। যাত্রীদের মধ্যে নাবালিকা সহ ৫ জন মহিলা ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ। ওই নাবালিকার পাশাপাশি গাড়ির চালকও গুরুতর আহত বলে জানান হয়েছে।

আসলে বিশাল বৃষ্টির জেরে নদীর জল উপচে রাস্তায় চলে এসেছে। পরিস্থিতি এমন যে রাস্তা আর নদীকে চিহ্নিত করা মুশকিল। সেই কারণেই সম্পূর্ণ ভুল বোঝাবুঝিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে অনুমান করা হয়েছে। যাত্রীবাহী ওই গাড়িটি জিম করবেট ন্যাশেনাল পার্কের দিকে যাচ্ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =