১৬ হাজারের বেশি হার্টের রোগীর প্রাণ বাঁচিয়েছেন, নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক

১৬ হাজারের বেশি হার্টের রোগীর প্রাণ বাঁচিয়েছেন, নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক

জামনগর: তিনি হার্টের চিকিৎসক ছিলেন। নয় নয় করে প্রাণ বাঁচিয়েছিলেন অন্তত ১৬ হাজারের বেশি হার্টের রোগীর। কিন্তু কে জানত, যে রোগের চিকিৎসা করেন তিনি সেই রোগই প্রাণ কাড়বে তাঁর? হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন হার্টের চিকিৎসক গৌরব গান্ধী। গুজরাতের জামনগরের বাসিন্দা এই চিকিৎসকের বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। 

জানা গিয়েছে, প্রতি দিনের মতোই রোগী দেখে সোমবার রাতে বাড়ি ফিরেছিলেন গৌরব। খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন। কিন্তু মঙ্গলবার সকাল হতেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। নিজেই আন্দাজ করেন যে তাঁর হাসপাতালে যাওয়া উচিত। সেই অনুযায়ী তাঁকে হাসপাতালে নিয়েও যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। কিন্তু হার্টের চিকিৎসক এমন একজনের হৃদরোগেই কী করে মৃত্যু হল সেটা অনেকের কাছেই প্রশ্ন। ডাক্তার হয়েও কি তিনি নিজের রোগ ধরতে পারেননি? নাকি প্রতিদিনের বিশাল কাজের চাপে তাঁর অসুস্থতা তৈরি হয়েছিল যা ধরা পড়েনি। একাধিক প্রশ্ন এখন সামনে এসেছে।