মোদী-শাহের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা!

মোদী-শাহের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা!

নয়াদিল্লি: বিএসএফের প্রাক্তন ডিজি রাকেশ আস্থানার চাকরির মেয়াদ শেষের মাত্র ৩ দিন আগে দিল্লি পুলিশের ডিজির পদে নিয়োগ করে শীর্ষ আদালতের অবমাননা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্যুতেই তাঁদের দুজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এসএল শর্মা নামের এক আইনজীবী।

মামলাকারীর অভিযোগ, এক মামলার রায়ে এর আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, অবসরের জন্য ছয় মাস বা তার কম সময় বাকি রয়েছে এমন কোনও অফিসারকে পুলিশের কোনও বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা যাবে না। কিন্তু রাকেশ আস্থানার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কী ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী এবং একই সঙ্গে দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে অবমাননা করার পর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেদের পদে থাকার অধিকার নেই! প্রসঙ্গত, এই আইনজীবী এর আগে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য রাফাল এবং ধারা ৩৭০।

আরও পড়ুন: ‘হার’ নিশ্চিত! রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি

উল্লেখ্য, সম্প্রতি সিবিআইয়ের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক রাকেশ আস্থানাকে বিএসএফ ডিজির পাশাপাশি দিল্লি পুলিশ প্রধানের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু তিন দিন আগেই তাঁকে নতুন পদ দিয়েছে তারা। এই প্রেক্ষিতেই ওই আইনজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =