নয়াদিল্লি: আরজি কর-কাণ্ডে স্বতঃস্ফূর্ত মামলা করেছে সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার ছিল সেই মামলার দ্বিতীয় শুনানি। সুপ্রিন নির্দেশে এদিন সিল বন্ধ খামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই। শুরু থেকেই প্রধান বিচারপতির চোখা প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে।
ঘটনার পাঁচ দিনের মাথায় হাই কোর্টের নির্দেশে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। মামলার প্রথম দিনের শুনানিতেই সিবিআই-এর কাছে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চায় শীর্ষ আদালত৷ তিন দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবারই ছিল ডেডলাইন। এর মধ্যে ঘটনাস্থলে একাধিকবার গিয়েছেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। সেখানে ‘থ্রি ডি স্ক্যানিং’ করা হয়। কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হয়নি। কারণ ‘থ্রি ডি স্ক্যানিং’-এ সেমিনার রুম থেকে সূক্ষ কোনও তথ্য সংগ্রহ করতে পারেননি তদন্তকারীরা। সূত্র মারফত তেমনটাই খবর। এদিকে, কোর্ট অনুমতি দিলেও এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের ‘পলিগ্রাফ টেস্ট’ নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে।