স্থগিত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ! ‘সুপ্রিম’ ধাক্কা কেন্দ্রের

স্থগিত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ! ‘সুপ্রিম’ ধাক্কা কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ আদালতে বড় রকমের ধাক্কা খেল কেন্দ্রের বিজেপি সরকার। কারণ আপাতত স্থগিত ঘোষণা করা হল রাষ্ট্রদ্রোহ আইন। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আপাতত এই আইনের প্রয়োগ করতে পারবে না কেন্দ্রীয় সরকার। তবে পুরোপুরিভাবে এই আইন স্থগিত ঘোষণা করা হয়নি। আদালতের নির্দেশ, কেন্দ্রীয় সরকার যতদিন না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে, তত দিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে।

আরও পড়ুন- দিঘার সৈকতে হুমড়ি খেয়ে পড়লেন মদন মিত্র, ভাইরাল ভিডিও

সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে, তা স্থগিত হয়ে যাবে। এই আইনের বলে বন্দিরা জামিনের আবেদন করতে পারবেন বলেই খবর। এতএব এতদিনে যাদের এই সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছিল তারা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকের কাছে জানতে চেয়েছে রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা যতদিন চলছে ততদিন এই আইনের আওতায় রুজু হওয়া মামলা স্থগিত রাখা যায় কিনা। পাশাপাশি কেন্দ্র রাজ্যগুলোকে এই আইন প্রয়োগ করে কোনও পদক্ষেপ না করার কথা বলতে পারে কিনা।

সেই বিষয়ে উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, পুলিশ সুপার বা তার উঁচু পদমর্যাদার আধিকারিকরাই যেন কেবল রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারেন। তবে এই ইস্যুতে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানান হয়েছে, নতুন করে এই আইন প্রয়োগ করে কাউকে গ্রেফতার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =