উচ্চশিক্ষায় হিন্দিকেই প্রধান্য দিয়ে চায় কেন্দ্র, চরম বিরোধিতা বিরোধীদের

উচ্চশিক্ষায় হিন্দিকেই প্রধান্য দিয়ে চায় কেন্দ্র, চরম বিরোধিতা বিরোধীদের

নয়াদিল্লি: দেশের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি শিবিরের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ আনা হচ্ছে যে তারা হিন্দি ভাষাকে সকলের ওপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। বিরোধী দলগুলির অধিকাংশ এই বিষয় নিয়ে সরব হয়েছে। কিন্তু এখন আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ উচ্চশিক্ষায় হিন্দি ভাষাকেই প্রাধান্য দেওয়ার পক্ষে কার্যত এক পদক্ষেপ নিয়েই ফেলেছে কেন্দ্রীয় সরকার। সেই পরিপ্রেক্ষিতেই বড় রকমের আন্দোলনের কথা ভাবছে দেশের বিরোধী রাজনৈতিক দলের একটা অংশ। দীপাবলীর পরেই এই নিয়ে ময়দানে নামতে চলেছে তারা।

আরও পড়ুন-আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট

আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইতিমধ্যেই এই মর্মে এক সুপারিশ পাঠিয়েছে যে, উচ্চশিক্ষার মাধ্যম হিন্দি ভাষা করা হোক। কেন্দ্রীয় সরকারের এই ভাবনার বিরুদ্ধেই একজোট হয়ে সরব হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। পঞ্জাব, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রত্যক্ষভাবে এর বিরোধিতা করছেন। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে চিঠিও লিখেছেন এই ইস্যুতে। তবে সেইভাবে কোনও পদক্ষেপ না নেওয়া হলে দীপাবলীর পর থেকেই বড় আন্দোলনের পথে হাঁটতে পারে তারা এমন আভাস দেওয়া হয়েছে। কংগ্রেস, এনসিপি থেকে শুরু করে অন্য একাধিক রাজনৈতিক দল সামিল হতে পারে এই আন্দোলনে। তবে তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে অবস্থান কী হয় তা আলোচ্য বিষয়।

বিরোধী শিবির থেকে এখনই আওয়াজ তোলা হয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে তা আদতে অসাংবিধানিক এবং দেশের আত্মাকে ধ্বংস করে। এর আগেও এমন ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল কিন্তু তা দক্ষিণ ভারতের আন্দোলনের জেরে সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে। এবারেও কি সেই একই পরিস্থিতি তৈরি হবে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 1 =