বিজেপি ছাড়লেন নেতাজির প্রপৌত্র, তুললেন বড় অভিযোগ

বিজেপি ছাড়লেন নেতাজির প্রপৌত্র, তুললেন বড় অভিযোগ

07070cf459027334cd34f9491e97550b

কলকাতা: ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ৭ বছরের মাথায় দল ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়া বিজেপি ছাড়ার কারণ হিসেবে তুলেছেন বড় অভিযোগও। তাঁর দাবি, নেতাজির স্বপ্নপূরণ করার কথা ছিল দলের, কিন্তু সেই কাজ তারা করেনি।

ভারতীয় জনতা পার্টি শিবিরে যোগ দেওয়ার পর দু’বার নির্বাচনে লড়াই করেছিলেন চন্দ্র বসু। কিন্তু রাজনৈতিকভাবে যে খুব প্রভাব ফেলতে পেরেছেন এমনটা নয়। এদিকে দলের প্রতি তাঁর ক্ষোভ দিন দিন বাড়ছিল। অতীতে একাধিকবার দলের বেশ কিছু সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশও করেছিলেন। আর এদিন বিজেপি ছাড়া প্রসঙ্গে তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বের দিকে তাকিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। নেতাজির আদর্শে দলে কাজ হবে বলে আশা ছিল তাঁর। শুধু তাই নয়, বিজেপির মধ্যেই আজাদ হিন্দ মোর্চা শুরু করার কথাও নাকি ছিল। কিন্তু সেসব কিছুই হয়নি বলে অভিযোগ করেছেন চন্দ্র বসু। 

বর্ষীয়ান এই নেতা এও জানিয়েছেন, একাধিক ক্ষেত্রে তিনি দলকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিজেপি তাতে কর্ণপাত করেনি। তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্য দুই ক্ষেত্রেই তাঁর কথাকে গুরুত্ব দেওয়া হয়নি দলের তরফ থেকে। তাছাড়া সাম্প্রতিক সময়ে দিল্লির ইন্ডিয়া গেটে বসানো নেতাজির মূর্তির আদলের বিরোধিতা করেছিলেন তিনি। তা নিয়েও দলের সঙ্গে দ্বন্দ্ব হয়। সবশেষে ইস্তফা দিলেন চন্দ্র বসু।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *