কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে বছরের অষ্টম মাস৷ আর অগাস্টের সূচনা থেকেই বদল আসতে চলেছে একাধিক নিয়মের৷ যাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করেননি, তাঁদের জরিমানা সহ আইটিআর করতে হবে৷ যদি করদাতার করযোগ্য আয় ৫ লক্ষের বেশি বা কম হয়, তাহলে ১ হাজার টাকা ফাইন দিতে হবে৷
আরও পড়ুন- ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে ED-র হাতে গ্রেফতার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত
অন্যদিকে, পিএম কিষান সম্মাননিধি যোজনায় লভ্যার্থীদের ই-কেওয়াইসি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই৷ যাঁরা এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি জমা দিতে পারেননি, তাঁরা আর ই-কেওয়াইসি জমা দিতে পারবেন না৷ আর ই-কেওয়াইসি জমা না দিলে দ্বাদশ কিস্তির টাকা মিলবে না৷ এখন করণীয় কী? ই-কেওয়াইসি জমা দেওয়ার শেষ তারিখ মিস করলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে ই-কেওয়াইসি জমা দিতে হবে গ্রাহকদের৷
১ অগাস্ট থেকে বেশ কিছু পরিবর্তন আসে ব্যাঙ্কিং সেক্টরেও৷ আজ থেকে বদলে যাওয়া বিভিন্ন নিয়মের ফলে গ্রাহকদের পকেটে টান পড়তে চলেছে। কারণ ব্যাঙ্কের এই নিয়ম বদলে বাড়তে চলেছে একাধিক চার্জ৷ যাঁরা ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহক, তাঁদের বলে রাখা ভালো চেকের নিয়মে কিছু বদল আসতে চলেছে৷ চেক ক্লিয়ারেন্স-এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন পালন করতে হবে। ১ অগাস্ট থেকে ৫ লক্ষ অথবা তার অধিক অ্যামাউন্ট চেকের মাধ্যমে লেনদেন করলে পজিটিভ পে সিস্টেম (Positive Pay System) অনিবার্য হবে। এটি ছাড়া চেক পেমেন্ট করা যাবে না।
এছাড়া সপ্তম পে কমিশনে মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত তথ্য, ব্যাঙ্কের চেক সংক্রান্ত তথ্য এসএমএস, নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে দেওয়া হবে৷ প্রতিমাসের মতো এ মাসেও বাড়তে চলেছে গ্যাসের দাম৷ সিলিন্ডার পিছু ২০ থেকে ৩০ টাকা দানম বাড়তে পারে৷ গত মাসে রান্নার গ্যায়ের দাম বেড়েছিল ৫০ টাকা৷ যদিও গত মাসে সস্তা হয়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম৷
এদিকে, যাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী বিমা ফসল যোজনার বিমা করাননি, নতুন করে তাঁদের রেজিস্ট্রেশন গ্রাহ্য হবে না৷ ফলে বেশ কিছু মানুষকে বঞ্চিত হতে হবে৷
সেই সঙ্গে জানিয়ে রাখি, এই মাসে রয়েছে মহরম, রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী সহ বেশ কিছু উৎসব৷ ফলে চলতি মাসে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
