দেশের সাফল্য দেখাতে লস অ্যাঞ্জেলসের ছবি! এবার মোদীর ভিডিও নিয়ে বিতর্ক

দেশের সাফল্য দেখাতে লস অ্যাঞ্জেলসের ছবি! এবার মোদীর ভিডিও নিয়ে বিতর্ক

নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের একটি ভিডিও নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। রাজ্যের সাফল্য দেখাতে গিয়ে সেখানে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের জনপ্রিয় ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে আরটিআই করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিওতে লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহার করা হয়েছে বলে শোরগোল উঠেছে! আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি। সেই ভিডিয়োয় মোদী আমলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। আর সেখানেই একটি জায়গায় দেশের উন্নত শহর দেখাতে গিয়ে লস অ্যাঞ্জেলেসর ছবি দেখানো হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন- লড়াইয়ের ৩৩ ঘণ্টা… মুম্বইয়ের ‘নির্ভয়া’ হার মানলেন নৃশংসতার কাছে

গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন। সেই উপলক্ষ্যতেই একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। ২ মিনিট ৪৩ সেকেন্ডের এই ভিডিওতে মোদীকে ‘স্বপ্নদ্রষ্টা’, ‘সংস্কারক’, বলে অভিহিত করা হয়েছে। এও বলা হয়েছে যে, তাঁর আমলে দেশের স্বাস্থ্য থেকে শিক্ষা, খেলাধুলা থেকে রাস্তাঘাট নির্মাণ, গ্রামাঞ্চল থেকে শহরের ব্যাপক উন্নতি হয়েছে। তবে ভিডিয়োর ২ মিনিট ২২ সেকেন্ডের পর একটি উন্নতমানের শহরের দৃশ্য দেখা গিয়েছে যা নিয়েই নেটিজেনদের আপত্তি। অভিযোগ, যে শহর বা শহরের বিল্ডিং দেখানো হয়েছে সেটি আদতে লস অ্যাঞ্জেলেসের। ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র। যদিও এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি শিবির। 

আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার করা নিয়ে টুইট করে ক্ষমা চায় সংশ্লিষ্ট সংবাদপত্র যারা এই বিজ্ঞাপন দিয়েছিল। মার্কেটিং বিভাগের ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে, এমন বলে তাঁরা। যোগী সরকারের তরফে দাবি করা হয়েছে যে, বিজ্ঞাপন যাঁদের তৈরি করতে দেওয়া হয়েছিল ভুল তাঁদের। এই বিজ্ঞাপন নিয়ে তারা কিছু জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =