মুম্বই: শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ আম্বানি পরিবারের আমন্ত্রণে দু’দিনের মুম্বই সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই পৌঁছন তিনি৷ বিমানবন্দর থেকে বেরিয়েই সবার আগে তিনি দেখা করেন আহ্বায়ক, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। তাঁর হাতে ফুলের স্তবক দিয়ে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁর গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রিলায়েন্স কর্তা।
তবে অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর৷ উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার বিকেলে দেখা করবেন অখিলেশ যাদবের সঙ্গে৷ তার পরেই তিনি পৌঁছবেন বিয়ের ভেন্যুতে৷