মঙ্গলেই অমঙ্গল! সপ্তাহের মাঝেই বাড়ল রান্নার গ্যাসের দাম

মঙ্গলেই অমঙ্গল! সপ্তাহের মাঝেই বাড়ল রান্নার গ্যাসের দাম

 নয়াদিল্লি: সপ্তাহের মাঝে বাড়ল গ্যাসের দাম৷ আজ অর্থাৎ ৪ জুলাই থেকে সংশোধন করা হল রান্নার গ্যাসের দাম। চলতি মাস থেকে রান্নার গ্যাস কিনতে হলে গুণতে হবে বাড়তি ৭ টাকা৷ মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় চাপ বাড়বে আম আদমির পকেটে৷ 

আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। গত মাসেই বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমানো হয়েছিল। জুলাই মাসে সামান্য বাড়ানো হল দাম৷ বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দম পরিবর্তন  বলে জানানো হয়েছে৷ 

এর ফলে আজ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৭৮০ টাকা। গতকাল পর্যন্ত এই ১৯ কেজির সিলিন্ডার মিলেছে ১৭৭৩ টাকায়।  এদিকে নয়া দামের ভিত্তিতে আজ থেকে  কলকাতায়  ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১৮৮২.৫০ টাকা। গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৭৫.৫০ টাকা।  এদিকে চেন্নাইতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৯৪৪ টাকা। মুম্বইতে হল ১,৭৩২ টাকা।

গত এপ্রিল ও মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল। মে মাসে ১৭১.৫০ টাকা দাম কমে ১৯ কেজির এলপিজি’র। তার আগে মার্চ মাসে অবশ্য বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়িছিল ৩৫০ টাকা৷ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তই থাকছে৷  জুন মাসেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয়নি। কলকাতায় ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম থাকছে ১১২৯ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =