পিএফ গ্রাহকের পেনশন বৃদ্ধি ইস্যুতে ইতিবাচক নয় কেন্দ্র, স্ট্যান্ডিং কমিটির দ্বারস্থ অনেকে

পিএফ গ্রাহকের পেনশন বৃদ্ধি ইস্যুতে ইতিবাচক নয় কেন্দ্র, স্ট্যান্ডিং কমিটির দ্বারস্থ অনেকে

নয়াদিল্লি: পিএফ গ্রাহকের পেনশন বৃদ্ধির পক্ষে একাধিক কমিটি সওয়াল করেছে। বিরোধীরা তো বটেই, বিজেপি সাংসদদের একাংশও চাইছে পেনশন বৃদ্ধি হোক। কিন্তু কোনও কিছুতেই আমল দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রক কোনও ভাবেই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না। তাই সংসদীয় স্ট্যান্ডিং কমিটির দ্বারস্থ হলেন একাধিক পেনশনভোগীরা।

কেন্দ্রীয় সরকারের দাবি, তারা পিএফের ন্যূনতম পেনশন এক হাজার টাকা করেছে। কিন্তু লক্ষ লক্ষ গ্রাহক সেই অর্থ পান না। পেনশন বৃদ্ধির দাবিতে এর আগে দেশজুড়ে আন্দোলন করেছেন পেনশনভোগীরা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। অবশেষে তারা সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে আবেদন নিয়ে গেলেন। এই কমিটি পেনশনের ব্যাপারে সংসদে সরব হওয়ার আশ্বাস দিয়েছে তাদের। এমনকি দিল্লিতে আন্দোলন করলে সবরকমের সহযোগিতাও তারা করবেন বলে জানিয়েছেন। এই সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য খলিলুর রহমান ও দোলা সেন।