ঐতিহাসিক সিদ্ধান্ত! ভোটে মহিলাদের ৪০% আসন সংরক্ষণের ঘোষণা প্রিয়াঙ্কার

ঐতিহাসিক সিদ্ধান্ত! ভোটে মহিলাদের ৪০% আসন সংরক্ষণের ঘোষণা প্রিয়াঙ্কার

লখনউ: পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নের কথা এখন প্রতিটি রাজনৈতিক দলেরই বুলি৷ কিন্তু এবার কার্যক্ষেত্রে তা করে দেখাল জাতীয় কংগ্রেস৷ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া৷ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করল কংগ্রেস৷  

আরও পড়ুন- ২৩১ দিনে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত! স্বস্তি দিচ্ছে দেশের পরিসংখ্যান

প্রসঙ্গত, এর আগে জাতীয় স্তরে কোনও রাজনৈতিক দলই এভাবে মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করার কথা চিন্তা ভাবনা করেনি৷ ২০২২ সালের শুরুতেই ৪০৩টি বিধানসভা আসনে ভোট উত্তরপ্রদেশে৷ বিধানসভা ভোটের আগে সব দলই নিজেদের চাল চালতে মরিয়া৷ যোগী রাজ্যে বিজেপি’র হাত থেকে ক্ষমতা কাড়তে দান চালতে শুরু করেছে কংগ্রেসও৷ রাজনীতির কারবারিদের মতে, বিজেপি’র পর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির৷ আর গত বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত ভোটের নিরিখে সে রাজ্য চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস৷ সেই প্রেক্ষিতে ভোটের মুখে দলের শক্তি বাড়াতে মোক্ষম চাল দিলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ উত্তরপ্রদেশে কংগ্রেসের শক্তি বাড়াতে তাঁর টার্গেট এবার রাজ্যের মহিলা ভোটার। 

এদিকে অঘোষিতভাবে হলেও প্রিয়াঙ্কাই বৃহত্তম রাজ্যে কংগ্রেসের মুখ। এর আগেও বহুবার নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে শোনা গিয়েছে প্রিয়াঙ্কাকে৷ এবার তিনি মস্ত পদক্ষেপ করলেন৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করেন, ‘‘উত্তরপ্রদেশে ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করবে কংগ্রেস। উত্তরপ্রদেশের মহিলারাও যে অনেক কিছু করার ক্ষমতা রাখেন, সেটাই প্রমাণ করতে চায় কংগ্রেস।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =