যোগী রাজ্যে ভোট যুদ্ধে প্রিয়াঙ্কাকেই চায় কংগ্রেস, টুইটারে ট্রেন্ডিং ‘দিদি আ রহি হ্যায়’

যোগী রাজ্যে ভোট যুদ্ধে প্রিয়াঙ্কাকেই চায় কংগ্রেস, টুইটারে ট্রেন্ডিং ‘দিদি আ রহি হ্যায়’

লখনউ: বছর ঘুরতেই হাইভোল্টেজ নির্বাচন উত্তরপ্রদেশে৷ মসনদ ধরে রাখতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির৷ এরই মধ্যে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘দিদি আর রহি হ্যায়’৷ যা দেখে অনেকেই ধন্দে পড়েছেন৷ তবে কি এবার উত্তরপ্রদেশে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, এই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নন, ইনি প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা৷ এআইসিসি-র তরফে উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছে তিনি৷ টুইটার ট্রেন্ডিংয়ে এই আহ্বান সোনিয়া-কন্যার জন্যে৷ 

আরও পড়ুন- আসছে ভোট, বারাণসীকে ১৫০০ কোটির প্রকল্প উপহার, যোগীকে দরাজ সার্টিফিকেট মোদীর

২০২২-এ উত্তর প্রদেশের বিধানসভা ভোটে ‘দিদি’কেই চাইছে রাজ্য কংগ্রেস৷ প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতির ময়দানে দেখার দাবি বারবার উঠেছে৷ উত্তরপ্রদেশে ভোটের আগে সেই দাবি আরও জোড়াল হল৷ অনেকেই মনে করছেন বিরোধী দলের প্রধান মুখ হিসাবে প্রিয়াঙ্কাকে তুলে ধরা হলে ভালো ফল করবে কংগ্রেস৷ অনেকে আবার প্রিয়াঙ্কার সামনে পরাজিত দেখছেন যোগী আদিত্যনাথকে৷ দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছর মার্চ মাসে ভোটের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে৷ তাই তার আগে ঘর গুছিয়ে ফেলতে চাইছে হাত শিবির৷

জানা গিয়েছে, শুক্রবার তিন দিনের সফরে যোগী রাজ্যে পা দিচ্ছেন উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা৷ নির্বাচনের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে ওয়াকিবহাল মহলের অভিমত৷ পাশাপাশি দলীয় কর্মীদের চাঙ্গা করতেও বিশেষ মন্ত্র দিতে পারেন প্রিয়াঙ্কা৷ তবে তাঁর এই সফর যে কংগ্রেস কর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য৷ জানা যাচ্ছে, ভোট না হওয়া পর্যন্ত উত্তরপ্রদেশেই থাকতে পারেন নেত্রী৷ কংগ্রেসের ‘হাত’ আরও মজবুত করতে জেলায় জেলায় ঘুরে প্রচার চালাতে পারেন তিনি৷ এদিকে, এখন থেকেই আক্রমণের সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস৷ বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি ও জঙ্গলরাজের মতো বিষয় নিয়ে সোচ্চার হচ্ছে দল৷ 

আরও পড়ুন- সীমান্ত নিয়ে আলোচনার দাবি ‘খারিজ’, প্রতিরক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন রাহুল

প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশে স্বাগত জানিয়ে অনেকেই কেমেন্ট করেছেন৷ কেউ লিখেছেন ‘যোগীর লঙ্কায় আগুন জ্বালাতে আসছেন প্রিয়াঙ্কা৷’ আবার কেউ লিখেছেন, ‘‘রাস্তার নেমে আমাদের সঙ্গে লড়াই করবেন আমাদের মেয়ে৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =