দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের চালক নিখোঁজ! গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন

দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের চালক নিখোঁজ! গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন

বালেশ্বর: দুর্ঘটনার দু-সপ্তাহের ওপর কেটে যাওয়ার পরেও করমণ্ডল এক্সপ্রেস কাণ্ডের ভয়াবহ স্মৃতি এখনও তাজা। এখনও পর্যন্ত ২৯০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং বহু মানুষ হাসপাতালে ভর্তি। আবার কিছু মৃতদেহ অশনাক্ত অবস্থায় পড়ে আছে হাসপাতালের মর্গে। দেহ চিহ্নিত করা যাচ্ছে না বলে পরিবারের হাতে তুলে দিতেও পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। দাবি করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের চালক এখন নিখোঁজ! পরিবারের দাবি, সে বাড়ি ফেরেনি। তবে হাসপাতাল জানিয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

করমণ্ডল এক্সপ্রেসের ট্রেনের চালক গুণনিধি মোহান্তি গুরুতর আহত হয়ে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর পাঁজরের তিনটি হার ভেঙে গিয়েছে এবং মাথাতেও চোট রয়েছে। এই কারণে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না পরিবারের বাকি কাউকে। এমনই স্ত্রীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। তবে এখন হাসপাতালের তরফে জানান হয়েছে, তাকে ৪-৫ দিন আগেই ছেড়ে দেওয়া হয়েছে! এমনকি হাসপাতালের সঙ্গে যুক্ত এক চিকিৎসক এবং পদাধিকারী জানিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসের আহত চালক এবং সহ-চালককে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও বাড়ি ফেরেননি তিনি বলেই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে পরিবারের সদস্যরা। তাহলে তারা কোথায়?