করোনার স্ফীতি, ওমিক্রনের দাপটেও ‘অন্য ছবি’ ধারাভিতে, বিরাট স্বস্তি

করোনার স্ফীতি, ওমিক্রনের দাপটেও ‘অন্য ছবি’ ধারাভিতে, বিরাট স্বস্তি

মুম্বই: করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ, এখন আবার ওমিক্রনের দাপাদাপিতে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রের। অনেক আগে থেকেই সংক্রমণে শীর্ষ ছিল এই রাজ্য। শহর হিসেবে মুম্বইয়ের অবস্থাও খুব একটা ভাল ছিল না করোনার প্রভাবে। আরও বড় চিন্তা ছিল এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি নিয়ে। সেখানে সংক্রমণ ছড়িয়ে পড়লেও কখনই তা ভয়ঙ্কর রূপ নেয়নি যদিও। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আরও স্বস্তি। গত ৩৯ দিনে প্রথমবার সেই বস্তিতে কোভিড সংক্রমণ শূন্য! এমনই দাবি করছে প্রশাসন।

আরও পড়ুন- বন্ধ স্কুল, প্রশ্নের মুখে ৬১ কোটির বেশি পড়ুয়ার ভবিষ্যৎ! বলছে ইউনিসেফের রিপোর্ট

দেশের সংক্রমণের মধ্যে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, মুম্বই। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রামিত ১ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে প্রশাসনের। কিন্তু ধারাভি বস্তি একটা বড় স্বস্তি দিচ্ছে, একই সঙ্গে আশার আলো। গত বছরের ২০ ডিসেম্বর এখানে কেউ করোনা আক্রান্ত হয়নি। তারপর আজ আবার একই জিনিস ঘটল। তথ্য বলছে, গত কয়েক দিনে ধারাভিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হচ্ছে মোট ৪৩ জন। এদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। ধারাভিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪১ জন। যার মধ্যে ৮ হাজার ১২১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। ফলে বলাই যায় যে, ঘনবসতিপূর্ণ এই এলাকায় করোনার এই তথ্য যথেষ্ট স্বস্তি দেয়। কারণ যেভাবে সংক্রমণ ছড়িয়েছে তাতে এখানে আক্রান্তের সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৪ কোটি ০৮ লক্ষ ৫৮ হাজার ২৪১ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮। এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে দৈনিক সংক্রমণের হার। এখন তা ১৩.৩৯ শতাংশ। অন্যদিকে এই মুহূর্তে দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬৫ কোটি ০৪ লক্ষ.৮৭ হাজার ২৬০ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৫৬ লক্ষ ৭২ হাজার ৭৬৬ ডোজ। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৮৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 9 =