একদিনে ৭৩% ঘাটতি! তাও টিকাকরণে ভারতই সবচেয়ে এগিয়ে, দাবি বিজেপির

একদিনে ৭৩% ঘাটতি! তাও টিকাকরণে ভারতই সবচেয়ে এগিয়ে, দাবি বিজেপির

নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে টিকাকরণে ঘাটতি হয়েছে প্রায় ৭৩ শতাংশ। কিন্তু তা সত্ত্বেও আমেরিকাকে টপকে গেছে ভারত এমন দাবি করছে বিজেপি। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই পরিসংখ্যান দেখিয়েছে তারা। যদিও টিকাকরণের প্রথম হওয়ার দাবী করার পরেও অস্বস্তি কাটছে না, কারণ, আগের ২৪ ঘণ্টার তুলনায় গত এক দিনে দেশের টিকাকরণে বিরাট ধস নেমেছে।

পরিসংখ্যান বলছে, শুক্রবার থেকে শনিবারের মধ্যের ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকাকরণ হয়েছিল ৬৪ লক্ষ ২৫ হাজার ৮৯৩ জনের, কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশে টিকাকরণ নেমে এসেছে ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮-তে, অর্থাৎ এক দিনের মধ্যে ব্যাপক কমে গিয়েছে টিকাকরণের হার। যদিও বিজেপি নেতৃত্ব দাবি করছে, সব মিলিয়ে এখনো পর্যন্ত গোটা দেশে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ জন ভ্যাকসিন পেয়েছে। গত জানুয়ারি মাস থেকে ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে এখন। কিন্তু গত বছরের ডিসেম্বর মাস থেকে আমেরিকা ভ্যাকসিন দেওয়া শুরু করার পরেও তাদের পরিসংখ্যান ভারতের থেকে বেশি নয়। তথ্য অনুযায়ী আমেরিকা এখনো পর্যন্ত ভ্যাকসিন দিতে পেরেছে ৩২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ৩২৮ জনকে, অর্থাৎ ভারতের দিকে তারা পিছিয়ে রয়েছে। এই প্রেক্ষিতেই ভারত সরকার তথা বিজেপি দাবি করছে যে, টিকাকরণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন- কলকাতা ট্যাঁকশালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

এই প্রেক্ষিতে একের পর এক বিজেপি নেতা টুইট করতে শুরু করেন ভারতের টিকাকরণের পরিসংখ্যান তুলে ধরে। এই পরিসংখ্যানে বাকি কয়েকটি দেশের টিকাকরণ তথ্য সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই অনেক কম পরিমাণ টিকা দিতে পেরেছে তাদের নাগরিকদের। এই প্রেক্ষিতে অমিত মালব্য টুইট করে লিখেছেন, ‘দেরিতে শুরু করেও, কোভিডের টিকাকরণে আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত। দারুণ কাজ করেছে ভারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =