সংক্রমণ সামান্য কমলেও আক্রান্ত সেই ৮ হাজারের ঘরেই, বাড়ল পজিটিভিটি রেট

সংক্রমণ সামান্য কমলেও আক্রান্ত সেই ৮ হাজারের ঘরেই, বাড়ল পজিটিভিটি রেট

নয়াদিল্লি: দেশে করোনার বাড়বাড়ন্ত এখনো বহাল। সোমবার দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মোট সংক্রমণ এখনও আট হাজারের ওপরেই রয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৮৪ জন। আক্রান্তের সংখ্যার মধ্যে এদিনও প্রথম স্থানে অবস্থান মহারাষ্ট্রের। জানা যাচ্ছে গত এক দিনে শুধুমাত্র মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৪৬ জন। দ্বিতীয়তে রয়েছে কেরল। দক্ষিণের রাজ্য কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ২৩১৯ তে। এছাড়া কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, হরিয়ানা, তেলেঙ্গানার মতো একাধিক রাজ্যেও করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ উদ্বেগজনক জায়গায় অবস্থান করছে বলে খবর।

অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন কমলেও কিছুটা বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রের হিসেব অনুযায়ী গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ১০ জন। মৃত এই দশজনের মধ্যে তিনজন কেরলের বাসিন্দা, দুইজন মহারাষ্ট্রের বাসিন্দা, তিনজন দিল্লির বাসিন্দা এবং মিজোরাম ও পাঞ্জাবে একজন করে করোনায় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি দৈনিক মৃত্যুর সাথে করোনার দৈনিক পজিটিভিটি রেটও এদিন বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে খবর। জানা যাচ্ছে এই মুহূর্তে দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়ে রয়েছে।

 অন্যদিকে গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৫৯২। আগের দিনের থেকে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার। রবিবার এই দৈনিক সুস্থতার সংখ্যাটাই দাঁড়িয়েছিল ৪৪৩৫ তে । এই মুহূর্তে দেশের মধ্যে সব থেকে বেশি উদ্বেগজনক জায়গায় রয়েছে বাণিজ্য নগরী মুম্বইয়ের পজিটিভিটি রেট। বিগত কয়েকদিনে মুম্বইয়ে মাত্রাছাড়া হারে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। শুধুমাত্র মুম্বইয়ের জন্যই মহারাষ্ট্রে ফের করোনার সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জানা যাচ্ছে এই মুহূর্তে মুম্বাইয়ের পজিটিভিটি রেট বেড়ে ১২.৭৪ শতাংশ হয়েছে। অন্যদিকে দেশে করোনার অ্যাক্টিভ কেসের হার দাঁড়িয়ে রয়েছে ১০.৩ শতাংশে। গত একদিনে দেশের করোনার অ্যাক্টিভ দেশের সংখ্যা ৩৪৮২ বেড়ে এই মুহূর্তে হয়েছে ৪৭ হাজার ৯৯৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + six =