নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছিল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিসহ মূলত উত্তর ভারতের একাধিক রাজ্যে হু হু করে ছড়াতে শুরু করে সংক্রমণ। এমতাবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছিল বিশেষজ্ঞ মহল। কিন্তু চিকিৎসক মহলকে স্বস্তি দিয়ে ফের একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে দেশের করোনা পরিস্থিতি। মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের করোনা রিপোর্ট জানান দিচ্ছে গত একদিনে এদেশের করোনার দৈনিক সংক্রমণে উল্লেখযোগ্য পতন হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার যেখানে দৈনিক সংক্রমণ তিন হাজারের গন্ডিতে দাঁড়িয়েছিল সেখানে মাত্র একদিনেই দেশে দৈনিক সংক্রমণ কমে হয়েছে ২২৮৮। অর্থাৎ এক ধাক্কায় প্রায় হাজার কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
অন্যদিকে শুধু দৈনিক আক্রান্ত নয়, উল্লেখযোগ্য হারে কমেছে দৈনিক মৃত্যু এবং দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কেন্দ্রের হিসেব বলছে গত একদিন এদেশে মাত্র ১০ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এই দশজনের মধ্যে ছয়জন কেরলের বাসিন্দা। বাকি চারজনের মধ্যে তিনজন দিল্লি এবং একজন কর্নাটকের বাসিন্দা বলে জানা যাচ্ছে। অন্যদিকে সোমবার যেখানে দেশের অ্যাক্টিভ কেস কুড়ি হাজারের গন্ডিতে প্রবেশ করেছিল মঙ্গলবার সেটাই কমে হয়েছে হাজার ১৯৬৩৭। যদিও একদিনে দেশের করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের হিসেবে বলছে গত একদিন এদেশে করোনার অ্যাক্টিভ কেস ৭৬৬ বেড়েছে।
অন্যদিকে কেন্দ্রে রিপোর্টে জানান যাচ্ছে গতকাল অর্থাৎ সোমবার তো বটেই, গত সপ্তাহের থেকেও বেড়েছে দেশের মোট সুস্থতার হার। একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০৪৪ জন। সাম্প্রতিককালে এটাই দেশের সর্বোচ্চ দৈনিক সুস্থতার সংখ্যা বলে জানা যাচ্ছে। দৈনিক আক্রান্ত এবং পাশাপাশি দৈনিক সুস্থতার হারে এখনও প্রথম স্থানে অবস্থান রাজধানী দিল্লির। দিল্লিতে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৯ জন। অন্যদিকে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩৬৬ জন।