নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। এই অবস্থায় আজ থেকে উঠে গিয়েছে অধিকাংশ করোনা নিয়ম বিধি। যদিও আজকেই আবার দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে অ্যাকটিভ কেস তুলনামুলকভাবে নিয়ন্ত্রণেই রয়েছে।
আরও পড়ুন- দুই বছর পর করোনা বিধিতে ইতি, কোন কোন নিয়ম মানতে হবে আজ থেকে?
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৫। এই একই সময় মৃত্যু হয়েছে ৫২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ১৮১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১ হাজার ৯১৮। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯০ হাজার ৯২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৬৭২ জন। দেশের সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। একই সঙ্গে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৪ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার ৩৭৭ ডোজ। দেশজুড়ে চলছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুস্টার ডোজ পাচ্ছে ষাটোর্ধ্বরাও। আজ থেকে উঠে গিয়েছে অধিকাংশ কোভিড বিধিও।
গত দুই বছর ধরে সংক্রমণের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে কখনও কঠোর, কখনও আবার সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ তবে তা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি৷ তবে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক৷ সংক্রমণ নিম্নমুখী হতেই পুরোপুরিভাবে বিধিনিষেধে ইতি টানা হয়েছে। কেন্দ্রের ঘোষণার পর আজ, শুক্রবার থেকেই দেশের সমস্ত কোভিডবিধি সমাপ্ত হতে চলেছে। তবে ভিড়ে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার শর্ত ভুললে চলবে না বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।