ফের হাজার পেরল দৈনিক আক্রান্ত, কোভিডে একদিনে মৃত্যু ৫ জনের

ফের হাজার পেরল দৈনিক আক্রান্ত, কোভিডে একদিনে মৃত্যু ৫ জনের

নয়াদিল্লি: আবার কি দাপট দেখাতে শুরু করল করোনা? সাম্প্রতিক যে পরিসংখ্যান ধরা পড়ছে তা কিন্তু সেরকম ইঙ্গিতই দিচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজার পেরিয়ে গিয়েছে এবং মৃত্যুও হয়েছে একাধিক। তাই ফের একবার কোভিড নিয়ে চিন্তা বৃদ্ধি হচ্ছে দেশবাসীর। আতঙ্ক আরও বাড়ছে কারণ করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তও দেখা দিচ্ছে।

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

কেন্দ্রীয় তথ্য বলছে, শেষ ২৪ ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৪ জন। এক দিনে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতেরা ছত্তিসগড়, দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং কেরলের বাসিন্দা। সাম্প্রতিক অতীতে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হারের নিরিখে এটিকে সর্বোচ্চ বলেই মনে করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে করোনা ভাইরাস সংক্রমণ আবার আগের মতো স্বমহিমায় ফিরছে কিনা। ইতিমধ্যে আরও একটি তথ্য সামনে এসেছে যে, করোনা সক্রিয়তার হার প্রায় ১৪ টি জেলায় ১০ শতাংশ বা তার ওপর। এছাড়া দেশের ৩৪ টি জেলায় করোনা সক্রিয়তার হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে।