নয়াদিল্লি: দেশের কোভিড গ্রাফ নিয়ে আজ আবার স্বস্তি ফিরে এল। কারণ দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কম হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাতে পরিবর্তন আসেনি। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার করোনার ‘এক্সই’ প্রজাতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন- ইডি-সিবিআই দিয়ে বাজারদর নিয়ন্ত্রণ করা হোক! দাবি মুখ্যমন্ত্রীর
কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৪৩ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ২১৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ০০ হাজার ০০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৪৯২। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৫৭৩ জনের। আপাতত পজিটিভিটি রেট ০.২১ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৫ কোটির বেশি ডোজ। ইতিমধ্যে দেশে কোভিড বিধি প্রায় প্রত্যাহার করা হয়েছে এবং অনেকে রাজ্যে মাস্ক ব্যবহারেও শিথিলতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, দেশ পুরোপুরি সুস্থ হওয়ার পথেই।
সম্প্রতি খবর ছড়িয়েছিল ভারতে করোনার নতুন প্রজাতি ‘এক্সই’ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এক মহিলা এতে আক্রান্ত হয়েছেন। হু হু করে আতঙ্ক বৃদ্ধি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে এই খবর শোনার পর। কিন্তু ইতিমধ্যে কেন্দ্র জানিয়েছে, মুম্বইয়ে বিদেশ ফেরত এক যাত্রীর করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় ঠিকই, কিন্তু সে নতুন কোনও প্রজাতিতে আক্রান্ত নয়। ‘এক্সই’ প্রজাতিতে সে আক্রান্ত হয়েছে এমন খবর রটিয়ে দেওয়া হয়। এই তথ্য সম্পূর্ণ ভুল বলে দাবি করছে তারা।