নয়াদিল্লি: দেশের করোনা ভাইরাস পরিস্থিতি আবার উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। শেষ কয়েকদিনে ব্যাপকভাবেই ঊর্ধ্বমুখী সংক্রমণ। আজ আরও ৮০০ জনের বেশি আক্রান্ত হয়েছে ভারতে। এই অবস্থায় হাসপাতালগুলিকে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিমারির প্রস্তুতি যাচাই করতে মহড়ার আয়োজন করার পদক্ষেপও নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- ২০ হাজার শিক্ষককে শোকজ নোটিস শিক্ষা দফতরের, কাটা হবে কাদের বেতন?
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর রাজীব বহল একটি যুগ্ম নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে কোভিডের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন ইতিমধ্যেই। তারাই দেশের হাসপাতালগুলিকে সব রকমভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। শনিবার এক ধাক্কায় দেশের আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছিল। তবে রবিবার তা কিছুটা কমে ৮৩২ হয়েছে। তবে আতঙ্ক যে কমছে তা নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৪৩৩।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হারানো মোবাইল খুঁজে দেবে কেন্দ্র! Centre launches CEIR to find lost mobile” width=”853″>
তবে হাসপাতালগুলিতে কী মহড়া চলবে? জানান হয়েছে, প্রয়োজনীয় ওষুধপত্র, হাসপাতালের শয্যা, আইসিইউ, অক্সিজেন পরিষেবার মতো সঠিকভাবে আছে কিনা, করোনার পাশাপাশি শ্বাসযন্ত্রের অন্যান্য রোগের চিকিৎসার জন্য হাসপাতালগুলি কতটা প্রস্তুত, সেইসব বিষয়ে খতিয়ে দেখা হবে। শুধু সরকারি হাসপাতালে নয়, কোভিডের মহড়া হবে বেসরকারি হাসপাতালগুলিতেও। উল্লেখ করতেই হবে, রবিবার সারা দেশে ভাইরাসের বলি হয়েছেন ৪ জন।