বাতিল হোক পরীক্ষা, সুপ্রিম কোর্টে গেলেন করোনা আক্রান্ত পড়ুয়া

বাতিল হোক পরীক্ষা, সুপ্রিম কোর্টে গেলেন করোনা আক্রান্ত পড়ুয়া

নয়াদিল্লি:  সেপ্টেম্বর মাসের মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি)-এর নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল দেশের ৩০ জন ছাত্রছাত্রী৷ এর মধ্যে রয়েছে কোভিড আক্রান্ত এক পড়ুয়াও৷ 

ওই পড়ুয়াদের যুক্তি, বহু পরীক্ষার্থীর পরিবারের  সদস্য করোনাভাইরাসে আক্রান্ত৷ এই অবস্থায় পড়ুয়াদের পরীক্ষায় বসার জন্য জোড় দেওয়া হচ্ছে৷ যার অর্থ তাদের জীবনের অধিকার লঙ্ঘন করা৷ পিটিশনে বলা হয়েছে, ‘‘এই সমস্যার মধ্যে থাকা ছাত্রছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসার জন্য বাধ্য করা হচ্ছে৷ যার অর্থ ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকার লঙ্ঘন করার সালিম৷’’

ওই পিটিশনে আরও বলা হয়েছে, সাধারণ পরিস্থিতিতে মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেটগুলি ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়ে থাকে৷ তবে ইউজিসি’র নয়া নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা হবে সেপ্টেম্বরের শেষে৷ স্বভাবতই ফলাফলও প্রকাশিত হবে দেরিতে৷ যার ফলে ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ বা চাকরির ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে৷ যা ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করে৷ তাদের দাবি, সিবিএসই, আইসিএসই এবং এনআইওএস বোর্ডের মতো অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই ফাইনাল ইয়ারের ফলাফল ঘোষণা করার বিষয়টি বিবেচনা করা উচিত বিশ্ববিদ্যালয়গুলির৷   

অন্যদিকে, সুপ্রিম কোর্টের কাছে শিবসেনার যুব শাখা যুব সেনার আবেদন, বিভিন্ন রাজ্যের পরিস্থিতির উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলিকে ফাইনাল ইয়ারের পরীক্ষা পরিচালনা করার অনুমতি দেওয়া উচিত৷ প্রসঙ্গত, গত ৬ জুলাই ইউজিসি’র নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষে বিশ্ববিদ্যালয়গুলিকে ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে৷ অনলাইন, অফলাইন বা এই দুই পদ্ধতির মেল বন্ধনেও পরীক্ষা নেওয়া যেতে পারে৷ এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনও পরীক্ষার্থী ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে না পারে, তাহলে পরে সে স্পেশাল পরীক্ষাতেও বসতে পারবে৷ ফাইনাল ইয়ারের পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ ইউজিসি জানিয়েছে, ইতিমধ্যে ১৯৫টি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে গিয়েছে৷ ৩৩৬টি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + fourteen =