নয়াদিল্লি: ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গন করুন! কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ এমনই আর্জি জানিয়েছিল দেশবাসীকে। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। নেটমাধ্যমে মিম থেকে শুরু করে বিস্তর নেতিবাচক চর্চা শুরু হতে থাকে। তাই অবশেষে পিছু হটেছে কেন্দ্র। যে আর্জি জানান হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ভাষণ দেওয়ার সময় শুনতে হল ‘আদানি…আদানি’! সংসদে কী বললেন প্রধানমন্ত্রী
১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এই দিনটির সঙ্গে কট্টরপন্থী হিন্দুদের সম্পর্ক কোনও কালেই ভালো ছিল না৷ পাশ্চাত্য সংস্কৃতি ঠেকাতে হামেশাই তারা চড়াও হয়েছে প্রেমিক যুগলের ওপর৷ এবার প্রেম দিবসে তাই নতুন নিদান চলে এসেছিল কেন্দ্রের ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’র তরফে। আবেদন করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরে ‘গো-আলিঙ্গন দিবস’ উদযাপন করতে৷ কিন্তু এই মর্মে জারি করা নির্দেশিকা ঘিরে দেশ জুড়ে প্রবল সমালোচনা হয়েছে। তার পরেই বোর্ড নিজেদের সিদ্ধান্ত থেকে পিছল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জানেন কি, কী এই Cow hugging? Know about what is cow hugging” width=”853″>
তবে এই নির্দেশিকার পরে অন্য একটি বিষয় সামনে উঠে এসেছিল এবং তা হল ‘গো-আলিঙ্গন থেরাপি’। জানা যায়, নেদারল্যান্ড, সুইৎজারল্যান্ড, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের থেরাপি চালু রয়েছে। যেখানে গরু, ঘোড়া, ছাগলকে জড়িয়ে ধরে মানসিক চাপ কমানোর থেরাপি করা হয়৷ যা বেশ পুরনো। থেরাপিস্টরা বলছেন, গরুকে আদর করা এবং জড়িয়ে ধরার বিস্তর সুফল রয়েছে৷ যদি দুই থেকে তিন ঘণ্টা গরুর সঙ্গে সময় কাটাতে পারেন, গরুকে আদর করে জড়িয়ে ধরে থাকেন, তাহলে সার্বিকভাবে মানবদেহের উপকার হয়। কিন্তু তা বলে প্রেম দিবসে এমন নিদান কেউ মেনে নিতে পারেনি।