সিপিএমের ক্যাম্প ভাঙচুর আগরতলায়, নিন্দায় গর্জে উঠলেন বিজেপি বিধায়ক

সিপিএমের ক্যাম্প ভাঙচুর আগরতলায়, নিন্দায় গর্জে উঠলেন বিজেপি বিধায়ক

আগরতলা: ত্রিপুরার পুরভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে গোটা রাজ্যে। তৃণমূল তো সকাল থেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে এবং কমিশনেও গেছে। এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন খোদ দলের বিধায়ক এবং বিতর্কিত নেতা সুদীপ বর্মন। আগরতলায় সিপিএমের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে খবর আর সেই ইস্যু নিয়ে গর্জে উঠলেন তিনি।

বিগত কিছু সময় ধরে দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন সুদীপ বর্মন যা নিয়ে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যা করেছেন এখনো ত্রিপুরায় সুদীপ বর্মন বিজেপির বিরুদ্ধে সেটাই করছেন। তাই একাধিকবার বিজেপির নীতির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে সুদীপকে। পুরভোটের আবহে সেই ক্ষোভ যেন আরো বেড়ে গেল। আগরতলায় সিপিএম কেন ভাঙচুর হয়েছে এই খবর পাওয়ার পর নিন্দায় সরব হলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানালেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিরোধীদের সঙ্গে এমন আচরণ করা একদম উচিত নয়। পাশাপাশি তিনি আরো দাবি করেছেন যে রাজ্যের একাধিক জায়গায় বহিরাগতরা ঘুরছে।

এদিকে ত্রিপুরার ভোট নিয়েছে তৃণমূলকে একহাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি মন্তব্য করেছেন, তৃণমূল এমন ভাব করছে যেন তারা একাই ভোটে লড়ছে। এদিকে, ৫০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি তারা। এর পাশাপাশি ভোটের হিংসার প্রসঙ্গ তুলে বাংলার শাসক শিবিরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিলীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =