শ্রীনগর: উত্তরাখণ্ডের জোশীমঠে কী হয়েছে তা সকলের জানা। বহু বাড়ি, হোটেল, রাস্তায় ফাটলের কারণে আতঙ্ক ছড়িয়েছে। মনে করা হচ্ছে, ধীরে ধীরে ধসে যেতে চলেছে এই ছোট জনপদ। এবার একই রকম চিত্র ধরা পড়ল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। সেখানেও বেশ কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ২০টির বেশি পরিবারকে এলাকা থেকে অন্যত্র সরানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে তারা।
আরও পড়ুন- মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার থাথরি পৌরসভার নয়ি বস্তি এলাকায় এমন ঘটনা ঘটেছে। কিন্তু কেন জোশীমঠের ছায়া এখানেও দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাস্তা নির্মাণে ভারি যন্ত্রপাতির ব্যবহারের কারণে এলাকাটি ক্রমাগত মাটির নীচে তলিয়ে যাচ্ছে। এইসব কাজের জন্যই ধস নামছে এলাকায়, মাটি আলগা হচ্ছে। তাই বড় ফাটলের সৃষ্টি হয়েছে। বিপদ বুঝে আগেই বেশ কিছু পরিবারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের একটি দল এলাকাটি পরীক্ষা করার পরে একে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছে। যে সমস্ত পরিবারকে সরানো হয়েছে তাঁদের স্থানীয় ক্যাম্পে রাখা হয়েছে সরকারের তরফে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কনকনে উত্তুরে হাওয়া বইছে গোটা বাংলাজুড়ে! Winter returns in West Bengal, temperatures decline” width=”560″>
উপত্যকার একাধিক অন্য এলাকার কী পরিস্থিতি সেটার দিকেও নজর রাখছে প্রশাসন। আসলে ডোডা ছাড়াও জোশীমঠের মতো কর্ণপ্রয়াগ এবং বদ্রীনাথেও একাধিক বাড়িতে এবং জায়গায় ফাটল দেখা গিয়েছে কয়েক দিন আগেই। এইসব জায়গায় পরপর ফাটলের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রতি নিয়ত ভয় বাড়ছে। বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।