নয়াদিল্লি: সৌরাষ্ট্র এবং গুজরাটের কচ্ছ উপকূলে আগে থেকে সতর্কতা জারি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে ‘বিপর্যয়’। বুধবার থেকেই এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আজ তার পরিমাণ আরও বেড়েছে। সঙ্গে চলছে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়। এক কথায়, এখানে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্ত পর্যন্ত প্রায় ১ লক্ষ মানুষকে গুজরাটের উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। প্রস্তুত রয়েছে নৌবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আইএমডি জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই বিপর্যয় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনও ল্যান্ডফল না হলেও তার প্রভাব এই অঞ্চলে দেখাতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। মনে করা হচ্ছে, সন্ধ্যের আগেই এই ঝড়ের ল্যান্ডফল হয়ে যাবে। তাই বৃষ্টি এবং ঝড়ের বেগ যে বাড়বে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় নৌবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি সজাগ সজাগ সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। মৌসম ভবন জানাচ্ছে, মাণ্ডবী থেকে করাচি পর্যন্ত এলাকায় সব থেকে বেশি প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Biparjoy Cyclone Update | ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘বিপর্যয়’ |” width=”853″>
এই ঝড়ের আভাসের কারণে প্রভাব পড়তে পারে এইসব এলাকার বিভিন্ন বিচে যাওয়ার ক্ষেত্রে, মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। জানা যাচ্ছে, ল্যান্ডফলের সময় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে ‘বিপর্যয়’। সেই সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।