সমুদ্রে সর্বোচ্চ বেগ হতে পারে ২১০ কিমি/ঘণ্টা! স্থলভাগে কতটা বিধ্বংসী হবে ‘মোকা’

সমুদ্রে সর্বোচ্চ বেগ হতে পারে ২১০ কিমি/ঘণ্টা! স্থলভাগে কতটা বিধ্বংসী হবে ‘মোকা’

নয়াদিল্লি: এখনও পর্যন্ত মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি ‘মোকা’, কিন্তু তা হতে বেশি সময় লাগবে না বলেই আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শুক্রবার রাত থেকে আরও শক্তি বাড়িয়ে শনিবার সমুদ্রের ওপরেই থাকবে এই ঘূর্ণিঝড়। জানা যাচ্ছে, সমুদ্রে থাকাকালীন এই ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ২১০ কিমি! তাহলে স্থলভাগে কতটা ভয়ানক রূপ দেখাবে এই ঘূর্ণিঝড়, তা নিয়েই চিন্তা। 

আগামী ১৪ তারিখ বা রবিবার স্থলভাগে আছড়ে পড়ার কথা রয়েছে ‘মোকা’র। তবে হাওয়া অফিসের আশ্বাস, সেই সময়ে কোনও ভাবেই তার গতিবেগ এত বেশি হবে না। যদিও যে হারে আছড়ে পড়বে সেটাও কম কিছু নয়। আপাতত যা ইঙ্গিত তাতে স্থলভাগে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়বে এটি এবং সেই সময়ে তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি। তাই আগামী রবিবার পর্যন্ত উপকূল অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।