নয়াদিল্লি: তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই রায় বাতিলের দাবিতে বুধবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে দলিত ও আদিবাসী সংগঠন। পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণির আরও বেশি সংরক্ষণ ও প্রতিনিধিত্বের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা৷ প্রতিবাদে আজ পথেও নামছেন দলিত, আদিবাসীরা৷
আদিবাসীদের ডাকা বনধে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীম সেনা সহ একাধিক দল৷ যার জেরে, আজ ব্যহত হতে পারে ট্রেন চলাচল৷ ব্যহত হতে পারে সরকারি, বেসরকারি বিভিন্ন পরিষেবা৷ জরুরি পরিষেবা ছাড়া বাকি ক্ষেত্রে বন্ধের প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি শীর্ষ আদালত একটি রায়ে জানায়, তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যাঁরা আর্থিক ভাবে স্বচ্ছল তাঁদের সংরক্ষণ বাতিল করে অর্থনৈতিক ভাবে অতিরিক্ত পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাঁদের বাড়তি সুবিধা দেওয়া হোক। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়-সহ সাত সদস্যের বেঞ্চের মধ্যে ছ’জন বিচারপতিই ‘কোটার মধ্যে কোটা’-র পক্ষে সম্মতি জানান৷ সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধেই এই প্রতিবাদ৷ বুধবার শান্তিপূর্ণ বন্ধ সফল করার আর্জি জানিয়েছে এনএসিডিএওআর। তবে বন্ধেই যে তাদের আন্দোলন সীমাবদ্ধ থাকবে না সেটাও স্পষ্ট জানানো হয়েছে৷ তাদের দাবি মানা না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছে এনএসিডিএওআর।