কলকাতা: কেরলের ওয়েনাড় যেন মৃত্যুপুরী৷ মঙ্গলবার সন্ধে পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর মিলেছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেটা বেড়ে দাঁড়াল ১৪৩। প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার একই দিনে মাত্র চার ঘণ্টায় পর পর তিন বার ধস নামে দক্ষিণী রাজ্য কেরলের ওয়ানাড়ে। মুহূর্তে বদলে যায় পাহাড়ি এলাকার ছবি৷ কাদামাটি ঢাকা বধ্যভূমিতে পরিণত হয় ওয়ানাড়।
প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করেই উদ্ধার কাজ শুরু করা হয়৷ নামানো হয় সেনা৷ বাড়িঘর, দোকানের ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে৷ তবে দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতা মেলার পরই কেরলের বিভিন্ন জেলায় বুধবার স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়৷
এদিকে, বৃষ্টির দাপটে এখনও বহু মানুষকে ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি৷ ফলে মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যদিও ইতিমধ্যেই প্রায় হাজার জনকে উদ্ধার করতে পেরেছে ভারতীয় সেনা।