ওয়েনাড়: কেরলের ওয়েনাড়ে বেড়েই চলেছে মৃত্যু মিছিল৷ প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার মাত্র চার ঘণ্টার মধ্যে পর পর তিন বার ধস নামে ওয়েনাড়ে৷ সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৭৷ স্থানীয় প্রশাসন এখনও নিখোঁজ ১৯১ জন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই চলছে উদ্ধারকাজ৷ প্রতিকূলতাকে উপেক্ষা করেই দিনরাত কাজ করে চলেছেন সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীরা৷ তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় জনগণও৷ ভূমিধসের জেরে হাজার হাজার টন পাথর এবং মাটির স্তূপ জমা হয়েছে৷ সেই স্তূপ সরিয়ে উদ্ধার কাজে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে জানওয়েনাড় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে৷