বন্যা-বিধ্বস্ত গুজরাত, মৃত বেড়ে ২৯! ঘরছাড়া ২৩ হাজার

কলকাতা: লাগাতার ভারীর বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাতে৷ গত চার দিনে মোদী রাজ্যে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রের খবর। তবে এই…

gujrat flood

কলকাতা: লাগাতার ভারীর বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাতে৷ গত চার দিনে মোদী রাজ্যে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রের খবর। তবে এই সংখ্যা আরও বেশি বলেই আশঙ্কা করা হচ্ছে৷

বিগত কুড়ি বছরে এমন ভয়াবহ বন্যা রাজ্যের মানুষ দেখেননি। এই অবস্থায় গুজরাত প্রশাসনের চিন্তা বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। এই ১১ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ ২২ জেলায় থাকছে হলুদ সতর্কতা৷ এই পরিস্থিতিে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ভদোদরা-সহ একাধিক শহর এবং গ্রাম জলে ডুবেছে। ২৩ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ডাকা হয়েছে সেনাবাহিনীকেও৷ তবে ভদোদরার বাসিন্দাদের অভিযোগ, কিছুতেই তাঁদের বাড়ি থকে জল নামছে না। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। জল জমে থাকায় বাড়ির বাইরে বেরনো যাচ্ছে না৷ অসুস্থতার আশঙ্কা বাড়ছে৷ দেখা দিচ্ছে খাদ্য সংকট৷