নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে টানা জিজ্ঞাসাবাদ করছে ইডি। গত দু’দিন তো করাই হয়েছে, আজও ইডি দফতরে হাজিরা দিয়েছেন রাহুল। এদিকে এই নিয়েই উত্তাল দেশের রাজধানী দিল্লি। কংগ্রেস সাংসদকে এইভাবে পরপর জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদে গর্জে উঠছে হাত কর্মী, সমর্থকরা। পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে যে, পুলিশ কংগ্রেস দফতরে ঢুকে এসে তাদের মারধর করেছে। সব মিলিয়ে বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীতে।
আরও পড়ুন- দেশে প্রতি মানুষের গড় আয়ু কমছে ৫-৭ বছর করে! হঠাৎ কী কারণ
সোমবার প্রথম দফায় প্রায় তিন ঘন্টা এবং পরবর্তীতে সাড়ে সাত ঘন্টা। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এমনভাবেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে আবার মঙ্গলবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় রাজধানী দিল্লির ইডি দফতরে। তাতেও সন্তুষ্ট হয়নি ইডি। আবার আজ তাঁকে ডাকা হয়। এই ইস্যুর প্রতিবাদ কংগ্রেস ‘সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করছে। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের বিরোধিতায় অধীর চৌধুরী, কে সি বেণুগোপাল, ভূপেশ বাঘেল থেকে শুরু করে অধিকাংশ নেতারা বিক্ষোভ করেন। পুলিশের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। এরপরেই অভিযোগ ওঠে যে পুলিশ তাদের মারধর করেছে। কার্যালয়ে ঢুকে কংগ্রেস সমর্থক এবং কর্মীদের মারা হয়েছে। ওদিকে আবার ইডি দফতরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস সমর্থকদের একাংশ।
#WATCH | Delhi: Congress workers outside the Enforcement Directorate office burn tires in protest to the ED probe against party leader Rahul Gandhi in the National Herald case. pic.twitter.com/eG3Qnq57oX
— ANI (@ANI) June 15, 2022
আগেই জানা গিয়েছিল, এনফর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন পি চিদম্বরম। তাঁর বাঁ দিকের পাঁজরে গুরুতর চোট লাগে এবং পরে চিকিৎসকরা জানান যে পাঁজরের একটি হাড় ভেঙে গিয়েছে। সতর্কতায় আগেই আকবর রোডে কংগ্রেসের সদর দফতর চত্বরে জারি হয়েছে ১৪৪ ধারা। তবে শুধু কংগ্রেসের সদর দফতরই নয়, ২ কিলোমিটার দূরে ইডি অফিসও কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।