নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফুল মার্কস পেয়েছেন তিনি৷ ৩০০ তে ৩০০ পেয়ে ২০২২ এর জয়েন্ট এন্ট্রান্স মেইনস পরীক্ষায় প্রথম ১৪ জনের মধ্যে তিনি একজন। তিনি রাজস্থানের নব্য হিসারিয়া। সকলে যখন জয়েন্টে ভালো ফল করে আগামীর স্বপ্ন দেখছেন তখন আরও একবার পরীক্ষায় বসার ইচ্ছা প্রকাশ করলেন নব্য৷
আরও পড়ুন- বাড়িতে পড়ে মায়ের দেহ, মায়ের স্বপ্নপূরণে জয়েন্ট দিয়ে প্রথম হল ছেলে
কিন্তু প্রথম হওয়ার পরেও কেন ফের পরীক্ষায় বসতে চাইছেন তিনি? নব্যর দাবি, আবার পরীক্ষায় বসলে তাঁর ‘অনুশীলন’ হবে। আপাতত তাঁর ইচ্ছা বম্বে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া৷ সে জন্য জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্সড পরীক্ষায় বসতে হবে ১৭ বছরের এই টপারকে। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই তিনি আরেকবার জেইই মেইন পরীক্ষায় বসতে চান বলে জানান। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নব্য বলেন, ‘‘জয়েন্ট পরীক্ষায় অল্প সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তাই পরীক্ষায় সময়ানুবর্তী হওয়ার অনুশীলন হিসেবেই আরেক বার পরীক্ষায় বসতে চাই৷’’
২০২২ শিক্ষাবর্ষে দ্বিতীয় জেইই মেন পরীক্ষা হবে ২১ জুলাই থেকে৷ চলবে ৩০ জুলাই পর্যন্ত। যে কোনও পড়ুয়া চাইলেই দ্বিতীয় বার এই পরীক্ষায় বসতেই পারেন। একাধিক বার পরীক্ষায় বসলেও কোনও পরীক্ষার্থী যে বার বেশি নম্বর পাবেন, সেই নম্বরটিকেই চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। ফলে নব্য আপরও এক বার পরীক্ষায় বসলেও নম্বর নিয়ে তাঁর চিন্তিত হওয়ার দরকার নেই। পরের বার কম নম্বর পেলেও প্রথম পরীক্ষার নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>