ধনতেরাস এ বছর কবে পড়েছে তা নিয়ে মত পার্থক্য দেখা যাচ্ছে। অক্টোবরের ১৮ না ১৯ তারিখ, কবে পড়েছে এ বার ধনত্রয়োদশী না নিয়ে নানা মুনীর নানা মত। এমনও প্রশ্ন উঠছে যে কবে পুজো করা উচিত আর কখনই বা জিনিসপত্র কেনা উচিত।
ধনতেরাসে সোনা হোক বা ঝাঁটা, মানুষ কিছু না কিছ কিনবেই। এমনিতে ধনতেরাসে ধাতু যেমন সোনা বা রূপা কেনা ভালো। কিন্তু সোনার দাম বর্তমানে আকাশ ছোঁয়া। তাই অনেকে অন্য ধাতুও কিনে থাকেন। এ বছর ১৮ অক্টোবর পড়েছে ধনতেরস। শনিবার, ১৮ অক্টোবর বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হচ্ছে ধনতেরাসের ত্রয়োদশী তিথি। এই তিথি চলবে রবিবার ১৯ অক্টোবর পর্যন্ত। সময় রাত ১টা ৫১ মিনিট। ধনতেরসর পুজো করার জন্য সময় হল ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০-এর মধ্যে। ধনতেরসের প্রদোষকাল শুরু হচ্ছে বিকেল ৫টা ৪৮ মিনিটে এবং শেষ হচ্ছে রাত ৮টা ২০ মিনিটে।
ধনতেরসের দিন দেবী লক্ষ্মীর পাশাপাশি পুজো করা হয় কুবেরের। এ ছাড়াও পূজিত হন ধন্বন্তরি। এ দিন সোনা বা রূপা কেনা শুভ। কিন্তু সোনার দাম অত্যন্ত বেশি থাকায় অনেকে বিকল্প পথ বেছে নেন। এদিন অনেকে ঝাঁটা, তামা, পিতলের বাসন, নুন, ইত্যাদি কেনেন। ধনতেরসের ঘরের প্রতিটি কোণে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। এ দিন ঘর ভাল করে পরিষ্কার করে, নতুন জামা পরে পুজো করা উচিত। ধনতেরাসের দিন পুজো হয় মূলত সংসারের সুখ ও সমৃদ্ধির প্রার্থনায়। মনে করা হয় এদিন পুজো করলে দেবী লক্ষ্ণী তুষ্ট হন এবং সংসারে সুখ ও সমৃদ্ধি আসে।
Get the latest Dhanteras puja timings and schedule for your location. Find out the auspicious time for Lakshmi Puja and other rituals.









