নয়াদিল্লি: অন্যান্য রাজ্যের অনেক ইস্যু নিয়ে বিজেপি নেতৃত্বকে সমালোচনা করতে দেখা যায়। কখনও আইন-শৃঙ্খলার ব্যাপারে হোক, কিংবা অনুপ্রবেশ বা মাদক, বিরোধী প্রশাসনের রাজ্যগুলিকে নিশানা করে আসছে বিজেপি শিবির। কিন্তু এখন তাদের দিকে পাল্টা আক্রমণ করা হল বিরোধী দলগুলির দ্বারা। মাদক ইস্যুতে কাঠগড়ায় তোলা হল মোদী-শাহের গুজরাটকে। সেই রাজ্যের পরিস্থিতি এবং প্রশাসন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন- অবৈধ নয় যৌনকর্ম! বিরাট রায় সুপ্রিম কোর্টের, পুলিশকে কড়া নির্দেশ
আসলে বিরোধীদের দাবী, বারে বারেই বিপুল পরিমাণ ড্রাগ উদ্ধার হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য গুজরাট থেকে। কেন এমন হবে এই নিয়ে প্রশ্ন তাদের। গুজরাট কি তবে ‘মাদকের স্বর্গরাজ্য’ হয়ে উঠল, এই প্রশ্নই ছুঁড়ে দিয়েছে তারা। মূলত কংগ্রেসের তরফে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। আসলে বৃহস্পতিবার ফের গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে ৫০০ কোটি টাকা মূল্যের ৫২ কেজি কোকেন আটক করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বাহিনী। এর আগেও একাধিকবার গুজরাট থেকে বিপুল পরিমাণ মাদক ধরা পড়েছে। তাই কংগ্রেস প্রশ্ন তুলেছে, দেশের বাকি রাজ্য বাদ দিয়ে শুরু গুজরাট থেকেই এত মাদক পাওয়া যাচ্ছে কেন? সেখানের প্রশাসন তাহলে কী কাজ করছে?
ড্রাগ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় প্রশ্ন সকলের মাথাতেই আসছে, তা হল, এই ড্রাগ চক্রের মাথা কারা? দেশের মধ্যে হোক কিংবা বিদেশে, তাদের পাকড়াও করতে রাজ্য সরকার বা কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে সেটাই জানতে চাওয়া হয়েছে। তীব্র সমালোচনার শিকার হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারণ এই রাজ্য তাদেরই। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে এই মুন্দ্রাতেই তিন হাজার কেজি ড্রাগ ধরা পড়েছিল।