জম্মুর সেনা ঘাঁটির আকাশে ফের ড্রোনের চক্কর, জোড়া বিস্ফোরণে তদন্তভার নিল NIA

জম্মুর সেনা ঘাঁটির আকাশে ফের ড্রোনের চক্কর, জোড়া বিস্ফোরণে তদন্তভার নিল NIA

জম্মু: কালুচকের পর এবার সুঞ্জুয়ান৷ ফের জম্মুর সেনা ঘাঁটির উপর দেখা মিলল ড্রোনের৷ গতকাল তিন তিনবার সুঞ্জুয়ান সেনা ঘাঁটির উপর ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে সেনা সূত্রে খবর৷  ড্রোন লক্ষ্য করে গুলিও চালায় পুলিশ৷  ড্রোনের সাহায্যে জম্মু-কাশ্মীরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷ অন্যদিকে জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোন হামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

আরও পড়ুন- কোভিডে বিপর্যস্ত শিল্প ক্ষেত্রগুলির জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

এদিন প্রথমবার রাত ১টা ৮ মিনিটে, দ্বিতীবার রাত ৩ট ৯ মিনিটে এবং তৃতীয়বার ভোর ৪টে ১৯ মিনিটে সেনা ঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনকে চক্কর কাটতে দেখা যায় বলে সেনা সূত্রে খবর৷ অনেক উঁচু দিয়ে উড়ছিল ড্রোনটি৷ আকাশে এটি প্রায় ১৫ মিনিট চক্কর কাটে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ড্রোনের মাথায় জ্বলছিল সাদা আলো৷ যদিও এই বিষয়ে এখনও সেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ সোমবার একই ভাবে কালুচক সেনা ঘাঁটির উপর ড্রোন উড়তে দেখা গিয়েছিল৷ 

আরও পড়ুন- জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুলিশ অফিসার, প্রাণ হারালেন স্ত্রী ও কন্যা

উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৪ ঘণ্টার মধ্যে জম্মুর দুই বড় সেনা ঘাঁটির উপর দিযে চক্কর কাটল ড্রোন৷ গত এক বছরে সীমান্তে সেনার নজরদারি অনেকটাই বেড়েছে৷ কিন্তু  জঙ্গি মদতে গত এক বছরে সীমান্তের ওপার থেকে ড্রোন উড়ে আসার সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে৷ ড্রোনের সাহায্য সীমান্ত পেরিয়ে অস্ত্রশস্ত্র বা মাদক ভারতের মাটিতে পাঠানো হচ্ছে৷  এর অন্যতম কারণ হল, পাকিস্তান এটা ভালো ভাবেই জানে যে, সীমান্তে যে ভাবে সেনা মোতায়েন রয়েছে, যে ভাবে নজরদারি চলছে তাতে কাঁটা তার পেরিয়ে কোনও অপরাধমূল কাজ করা সম্ভব নয়৷ এর আগে সুরঙ্গ পথের সাহায্যও নিয়েছিল পাকিস্তান৷ কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়৷ এর পর ড্রোনের সাহায্য নিয়ে শুরু হয় অস্ত্র পাচার৷ তবে নিরাপত্তা এজেন্সিগুলি লাগাতার সতর্ক করে আসছিল যে, পাকিস্তান ড্রোনের সাহায্যে শুধু অস্ত্র বা মাদকই নয়, জম্মুর বড় বড় সেনা ঘাঁটিগুলিকেও নিশানা করতে পারে৷ রবিবার রাতে সেই সতর্কতাই সত্যি হয়৷ জম্মুর এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল এরিয়ায় ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =