পোর্ট ব্লেয়ার: সোমবার থেকে একের পর এক ভূমিকম্প। তার মধ্যে কোনটা জোরালো আবার কোনটা মৃদু। ২৪ ঘন্টায় অন্তত ২৪ বার এমনই ছোট-বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জানা যাচ্ছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর ৮:১৭ মিনিট পর্যন্ত একাধিকবার ভূমিকম্প হয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং নিকটবর্তী এলাকা। এরমধ্যে সব থেকে বড় যে কম্পনটি ধরা পড়েছে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫। মঙ্গলবার সকালে এই ভূমিকম্পটি হয়েছে বলে দিল্লির সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে। তবে এই একাধিক ভূমিকম্পে এখনো পর্যন্ত এই দ্বীপপুঞ্জে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। একইভাবে কোন সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা যাচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় এতবার ভূমিকম্প হওয়ায় দ্বীপপুঞ্জ এবং দ্বীপপুঞ্জ নিকটবর্তী এলাকাগুলিকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভূবিজ্ঞানীরা।
জানা যাচ্ছে সোমবার বিকেল ৫:১৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় দ্বীপপুঞ্জে। এই ভূ কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। এর কিছুক্ষন পর থেকেই একের পর এক কম্পন ঘটতে শুরু করে যাদের বেশিরভাগেরই মাত্রা ৪.৫-এর আশেপাশে ঘোরাফেরা করেছে। এইভাবে সারারাত ধরে একের পর এক ভূমিকম্প অনুভূত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতবার ভূকম্পন হওয়ার কারণে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। কারণ সাধারণত কোনও বড় ভূমিকম্পের আগে এই ধরনের ছোটখাটো ভূমিকম্প হয়ে থাকে। ফলে এলাকাবাসীদের পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বিগ্ন ভূবিজ্ঞানী মহলও।
নয়াদিল্লির সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেও একের পর এক ভূকম্পন অনুভূত হচ্ছে এই দ্বীপপুঞ্জে। যার মাত্রা সোমবারের থেকে কিছুটা বেশি। জানা যাচ্ছে মঙ্গলবার ভোর ৫:৫৭ মিনিটে প্রথম যে কম্পনটি হয় রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫ এবং এর কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ২১৫ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি স্থানে। এরপরেই মঙ্গলবার সকাল ৮:০৫ মিনিটে ফের একটি ভূকম্পন হয় যার কেন্দ্রস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩।
